শরিয়তের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2268
22671. শরিয়তের সর্বনিম্ন স্তর কোনটি?
- কুরআন
- হাদিস
- ইজমা
- কিয়াস
22672. কুরআন মজিদের ভাষা-
- জীবন্ত
- চমৎকার
- অতুলনীয়
A,B,C
22673. কুরআন মজিদ সংকলন করেন কে?
- উসমান (রা)
- উমর (রা)
- আলী (রা)
- হাজ্জাজ ইবন ইউসুফ (রা)
22674. সুরা আশ শামসে আল্লাহ শপথ করেছেন-
- কতিপয় সৃষ্টি বস্তুর নামে
- সৃষ্ট বস্তুর অবস্থা সম্পর্কে
- সৃষ্ট বস্তুর স্রষ্টার নামে
A,B,C
22675. হযরত উসমান (রা)-এর সময়ে তৈরিকৃত কুরআনে কোনটি অনুপস্থিত ছিল?
- ওয়াকফ
- হরকত
- ইদগাম
- উযহার
22676. যেসব ইবাদত মহানবি (স ) সর্বদা নিজে পালন করতেন এবং অন্যকে তা পালন করার জন্য তাগিদ দিতেন, তাকে বলা হয়-
- সুন্নাতে মুয়াক্কাদাহ
- সুন্নাতে গায়বে মুয়াক্কাদাহ
- নফল
- ওয়াজিব
22677. কুরআন যেমন চিরন্তন সত্য, হাদিসও তেমনি-
- প্রয়োজনীয়
- শাশ্বত
- উল্লেখযোগ্য
- মূল্যবান
22678. কুরআনের সংক্ষিপ্ত নির্দেশগুলোকে কার্যকরী করার জন্য মহানবি (স) প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। তাঁর এ ব্যাখ্যা-বিশ্লেষণ কী নামে অভিহিত?
- হাদিস
- মাতান
- ফিকহ
- কিতাব
22679. রাসুল (স)-এর সময়ে আল কুরআন একত্রে গ্রন্থাকারে লিপিবদ্ধ না করার কারণ কী?
- বিভিন্ন যুদ্ধে শিক্ষিত সাহাবিদের শাহাদাত
- ইসলামের প্রচার ও প্রসারে রাসুল (স)-এর ব্যস্ততা
- লিখে রাখার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাব
- লিখে দেয়ার মতো যোগ্য সাহাবিগণের অভাব
22680. “মানুষের ভালোমন্দ, সৎকর্ম-অসৎ কর্মের জ্ঞানদান করেন আল্লাহ।” কোন সূরার শিক্ষা?
- দুহা
- শামস
- তীন
- আদিয়াত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শরিয়তের-উৎস - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2268"