শরিয়তের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2260
22591. সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রচেষ্টা চালালে আল্লাহ তাঁর জন্য কী উন্মুক্ত করে দেন?
- মস্তিষ্ক
- বুদ্ধি
- অন্তর
- জ্ঞান
22592. মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধান কে জারি করেছেন?
- আল্লাহ তায়ালা
- হযরত মুহাম্মদ (স)
- আল্লাহ ও তাঁর রাসুল (স)
- রাসুল (স) এবং খলিফাগণ
22593. ইজমার ওপর আমল করার বিধান কী?
- ফরয
- সুন্নাত
- ওয়াজিব
- মুস্তাহাব
22594. ইমাম মুহাম্মদ ইবন ইসমাঈল সংকলিত হাদিস গ্রন্থের নাম কী?
- সহিহ মুসলিম
- সহিহ বুখারী
- জা’মি তিরমিযী
- সুনামে নাসাঈ
22595. ফরজ অস্বীকারকারীকে কী বলা হয়?
- মুশরিক
- মুনাফিক
- কাফির
- ফাসিক
22596. সম্পূর্ণ কুরআন নাযিল হতে কত বছর সময় লেগেছিল?
- 20
- 22
- 23
- 25
22597. সূরা আল ইনশিরাহ কত আয়াতবিশিষ্ট?
- 5
- 6
- 7
- 8
22598. পার্থিব প্রয়োজনীয় কাজ করার পাশাপাশি আল্লাহর ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে, এটি কোন সূরার শিক্ষা?
- সূরা ফাতিহা
- সূরা আল ইনশিরাহ
- সূরা বাকারা
- সূরা নূর
22599. মাবন জাতির দু:খ কষ্ট লাঘবে চিন্তিত হয়ে মহানবি (স) কোথায় ধ্যানে মগ্ন হন?
- উহুদ পাহাড়ে
- হেরা গুহায়
- সাওরপাহাড়ে
- সাফা পাহাড়ে
22600. ‘সুবহানাল্লাহি’ অর্থ কী?
- আল্লাহ মহামহিম
- আল্লাহ মহাপবিত্র
- আল্লাহ এক
- আল্লাহ সর্বশ্রেষ্ঠ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শরিয়তের-উৎস - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2260"