শরিয়তের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2247
22461. সুরা আল মাউন কোন সুরার অন্তর্ভুক্ত?
- মাক্কি
- মাদানি
- ইরাকি
- ইরানি
22462. ‘ইজমা’ শব্দের অর্থ কী?
- একমত হওয়া
- মতানৈক্য হওয়া
- প্রচার করা
- প্রকাশ করা
22463. যে হাদিসের ভাবার্থ আল্লাহর নিকট থেকে প্রাপ্ত তাকে কোন হাদিস বলে?
- ফিলি
- কাওলি
- মারফু
- কুদসি
22464. কোন খলিফার যুগে ইয়ামামা’র যুদ্ধ সংঘটিত হয়?
- আবু বকর (রা)
- উসমান (রা)
- উমার (রা)
- আলী (রা)
22465. সহিহ ‘আস সাদিক’ এর রচয়িতা কে?
- আব্দুল্লাহ ইবন আমর ইবন আস
- আবু আব্দুল্লাহ ইবন ইয়াজিদ
- উমর ইবন আব্দুল আযিয
- আবু দাউদ সুলায়মান ইবন আশআস
22466. ব্যবসা-বাণিজ্য কীরূপ পেশা?
- লাভজনক
- পবিত্র
- সম্মানজনক
- উপকারী
22467. বান্দা প্রতিদিন সকালে উপনীত হলে কজন ফেরেশতা অবতরণ করেণ?
- দুই
- তিন
- চার
- পাঁচ
22468. কোনটির ভিত্তিতে বিশ রাকআত তারাবির সালাত জামাতের সাথে আদায়ের বিধান প্রবর্তিত হয়?
- কুরআনের
- হাদিসের
- ইজমার
- কিয়াসের
22469. হাজ্জাজ ইবনে ইউসুফ কুরআন মজিদে হরকত সংযোজন ব্যবস্থা করায় কুরআন পাঠ কী হয়েছে?
- কঠিন
- সহজতর
- নির্ভুল
- সুবিধা
22470. মহানবি (স) আরবদের কয়টি রীতিতে কুরআন পাঠের অনুমতি দিয়েছিলেন?
- 6
- 7
- 8
- 9
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শরিয়তের-উৎস - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2247"