আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2210
22091. কোন শব্দটির একবচন ও বহুবচন নেই?
- আল্লাহ
- ইলাহ
- ঈশ্বর
- খোদা
22092. ঠিকমত সালাত আদায় করে না – এটা কাদের বৈশিষ্ট্য?
- মুশরিক
- কাফির
- মুনাফিক
- ফাসিক
22093. সহিফা কত জন নবির ওপর নাযিল হয়েছে?
- 4
- 5
- 6
- 7
22094. যেসব কর্মকান্ড চিন্তা-চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাকে কী বলা হয়?
- রাজনৈতিক মূল্যবোধ
- মানবিক মূল্যবোধ
- সামাজিক মূল্যবোধ
- অর্থনৈতিক মূল্যবোধ
22095. কাফির ব্যক্তি কী?
- অকৃতজ্ঞ
- অজ্ঞ
- কপট
- অসৎ
22096. তাওহিদ প্রচারের সংগ্রামে কোন নবি অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন?
- হযরত আইয়ুব (আ.)
- হযরত মুসা(আ.)
- হযরত নুহ (আ.)
- হযরত ইবরাহিম (আ.)
22097. ইমান ও ইসলামের সম্পর্ক হচ্ছে-
- অবিচ্ছেদ্য
- অত্যন্ত ঘনিষ্ঠ
- বৈরী
A,B
22098. ব্যবহারিক অর্থে ইসলাম বলতে কী বুঝায়?
- শান্তির পথ অন্বেষণ
- সুখী জীবনযাপন
- আল্লাহ ও রাসুলের আনুগত্য
- হালাল রুজি অন্বেষণ
22099. কোন রাসূলের ওপর দশখানা সহিফা অবতীর্ণ হয়েছিল ?
- হযরত আদম (আ.)-এর ওপর
- হযরত ঈসা (আ.)-এর ওপর
- হযরত ইসহাক (আ.)-এর ওপর
- হযরত মুসা (আ.)-এর ওপর
22100. ইসলামের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর । কারণ তারা-
- কাফিরদের বন্ধু
- শত্রুদের গুপ্তচর
- ইসলামের সহযোগী
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ-ও-নৈতিক-জীবন - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2210"