ডেটাবেজ-এর-ব্যবহার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2191
21901. কুয়েরি ফিল্ড ধারকে টেবিলের সবগুলো হেডিং অন্তভুক্ত করতে Showtable ডায়ালগ বক্সের কোন বোতামে ক্লিক করতে হবে?
- Add
- plus
- Cancel
- Ok
21902. Field Name ঘরে কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে কার্সর কোন ঘরে চলে যাবে?
- Field Size ঘরে
- Data Size ঘরে
- Data Type ঘরে
- Description ঘরে
21903. পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কী গঠিত হয়?
- সারি
- সেল
- টেবিল
- ফিল্ড
21904. সাধারণত তথ্য বিতরনে কোনটি ব্যবহৃত হয়?
- কুয়েরি
- মডিউল
- রিপোর্ট
- রেকর্ড
21905. নিচের কোনটি একটি যৌথ ক্রিয়া?
- New
- Field and record
- Fine and Replace
- Fine Next
21906. ডেটাবেজ হলো-
- উপাত্তের সুসজ্জিত এলাকা
- একটি সফটওয়্যার
- দ্রুত এবং অনায়াসে উপাত্ত শনাক্ত করার পদ্ধতি বিশেষ
A,B,C
21907. কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরনে-
- Create মেনুর ব্যবহার করা হয়
- ফিল্ডসমূহকে কুয়েরিতে অন্তভুক্ত করা হয়
- সিলেক্টশন আইকনের ব্যবহার করা হয়
A,B
21908. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
- ডেটাবেজ সফটওয়্যর
- স্প্রেডশিট সফটওয়্যার
- প্রেজেন্টশন সফটওয়্যার
- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
21909. ডেটাবেজকে বর্ণানুক্রমিক বা সংখ্যাক্রমিকভাবে বিন্যাস্ত করা যায়-
- ফিল্ডের ভিত্তিতে
- কলামের ভিত্তিতে
- রেকর্ড এর ভিত্তিতে
A,B
21910. ডেটাবেজ টেবিল তৈরি করতে হলে-
- Design Veiw অপশনে যেতে হবে
- ডেটা টাইপ নির্ধারণ করতে হবে
- ফর্মস ডিজাইন করতে হবে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ডেটাবেজ-এর-ব্যবহার - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-6"