মাল্টিমিডিয়া-ও-গ্রাফিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2180
21791. ফটোশপের টুলবক্স রয়েছে-
- তুলি বা ব্রাশের রঙ
- Foreground এবং ক্যানভাসের রঙ নিয়ন্ত্রণের আইকন
- মনিটরের পর্দায় প্রদশন এলাকা নির্ধারনের আইকন
A,B,C
21792. অপশন বার এ ফেদার ঘরে ০ থেকে কত পর্যন্ত বিভিন্ন পরিমাপসূচক সংখ্যা টাইপ করে অবজেক্টের প্রান্ত নমনীয় করা যায়।
- 100
- 150
- 200
- 250
21793. স্ট্রোক পদ্ধতিতে –
- শুধু তুলির রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
- ব্যাকগ্রাউন্ড এর রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
- ফরগ্রাউন্ড এর রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
A,C
21794. পাওয়ারপয়েন্ট পিকচার আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?
- Insert
- Home
- File
- Format
21795. কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন কোন সফটওয়্যারটি দিয়ে শুরু হয়?
- ওপেন সোর্সওয়ার্ড
- এমএস এক্সেল
- ফটোশপ
- এমএস অফিস
21796. সিলেকশন টুলের মধ্যে মার্কি টুল দিয়ে –
- ড্রাগ করা যায়
- চতুষ্কোন ও বৃত্তাকার সিলেকশন করা যায়
- অবজেক্ট তৈরির কাজ করা যায়
B,C
21797. কোনটি দিয়ে উন্নতমানের সাউন্ড রেকডিং করা যায়?
- কম্পিউটার
- ফ্যাক্স
- ইলেকট্রিক গিটার
- টেলিপ্রিন্টার
21798. পাওয়ার পয়েন্টের সাহায্যে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করার জন্য সমন্বয় করা হয়-
- লেখা ও ছবির
- অডিও ও ভিডিও’র
- গ্রাফ ও ছকের
A,B,C
21799. কম্পিউটার ব্যবহার করে ডিজাইনার কাজ করার জন্য কোন প্রোগ্রামের চাহিদা সবচেয়ে বেশি?
- ফটোশপ
- পাওয়ারপয়েন্ট
- ইলাস্ট্রেটর
- এমএস এক্সেল
21800. পাওয়ার পয়েন্ট এর টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর কোন বেতামে চাপ দিলে লেখাসহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে?
- pd down
- pd up
- delete
- 1nsert
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মাল্টিমিডিয়া-ও-গ্রাফিক্স - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2180"