সম্পদ-ও-অর্থনৈতিক-কার্যাবলি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2124
21231. নিচের উদ্দীপকটি পড় এবং তিনটি প্রশ্নের উত্তর দাও:
- আধুনিক সভ্যতা শীর্ষক সেমিনারে প্রধান বক্তা তার বক্তৃতায় বলেন, পণ্যসামগ্রী ও সেবাকার্যের উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যেকোনো মানবীয় আচরণের প্রকাশই অর্থনৈতিক কার্যাবলী। প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির সমন্বয়ে আজকের আধুনিক সভ্যতার সৃষ্টি হয়েছে।অর্থনৈতিক কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়?
21232. প্রথাম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের অন্তর্ভূক্ত-
- খনিজ উত্তোলন 2. কাঠ চেরাই 3. পশুপালন
A,B,C
21233. তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড নয় কোনটি?
- ব্যবসায় বাণিজ্য
- পরিবহন
- চিকিৎসা
- ইস্পাত তৈরি
21234. প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীতে মানুষ কিসের সাথে সরাসরি কাজ করে?
- উপযোগ বৃদ্ধি
- সেবা কর্ম
- প্রকৃতি
- আকার পরিবর্তন
21235. কোনটি ক্ষুদ্র শিল্পের আওতাভূক্ত?
- তাঁত শিল্প 2. বেকারী কারখানা 3. ডেইরী ফার্ম
A,B,C
21236. বাংলাদেশের পোশাক শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কোনটি?
- বাজারের সান্নিধ্য
- সস্তা শ্রমিক
- শক্তি সম্পদের সান্নিধ্য
- প্রযুক্তিগত কারণে
21237. নিচের কোনটি দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড?
- কৃষিকাজ
- যন্ত্রপাতি প্রস্তুতকরণ
- শিক্ষা
- চিকিৎসা
21238. কোনটি শিল্প গড়ে ওঠার নিয়ামক?
- শক্তিসম্পদের সান্নিধ্য 2. মূলধন 3. শ্রমিক সরবরাহ
A,B,C
21239. কোনগুলো অপচয় রোধ করলে সম্পদের অপচয় কম হবে?
- ভূমি 2. পানি 3. বিভিন্ন খনিজ
A,B,C
21240. সম্পদ সংরক্ষণের জন্য কোনটি অত্যাবশ্যকীয়?
- অনবায়নযোগ্য সম্পদের অধিক ব্যবহার
- নবায়নযোগ্য সম্পদের অধিক ব্যবহার
- সচেতনতার সাথে সম্পদের ব্যবহার
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সম্পদ-ও-অর্থনৈতিক-কার্যাবলি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2124"