সম্পদ-ও-অর্থনৈতিক-কার্যাবলি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2122
21217. কোন দেশের জলবায়ুতে পাট ভালো জন্মে?
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- বাংলাদেশ
- তুরস্ক
21218. নিচের কোনটি মাঝারি শিল্পের উদাহরণ?
- জাহাজ শিল্প
- তাঁত শিল্প
- রেডিও কারখানা
- বস্ত্র শিল্প
21219. নিচের উদ্দীপকটি পড় এবং চারটি প্রশ্নের উত্তর দাও:
- শিল্প প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামকের উপর ভিত্তি করে গড়ে ওঠে। শিল্পনির্ভর নিয়ামক যে দেশে বেশি পরিলক্ষিত হয় সেই দেশে শিল্প কারখানা অধিক গড়ে ওঠে।বাংলাদেশের রাঙামাটিতে কোন ধরনের কাঁচামালের জন্য কাগজ শিল্প গড়ে উঠেছে?
21220. নিচের কোনটি শক্তি সম্পদ নয়?
- প্রাকৃতিক গ্যাস
- কয়লা
- পারমাণবিক শক্তি
- বাঁশ ও বেত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সম্পদ-ও-অর্থনৈতিক-কার্যাবলি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2122"