মানব-বসতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2120
মানব বসতি | 21191. রৈখিক বসতির জন্য সুবিধাজনক স্থান হলো-
- বন্যা প্রবণ এলাকা 2. বন্যামুক্ত এলাকা 3. উচ্চভূমি
A,C
21192. কাজের প্রকৃতি ও ধরন অনুসারে কত কোটি মানুষকে গ্রামীণ ও নগর এ দুটো শ্রেণিতে বিভক্ত করা যায়?
- ৪০০ কোটি
- ৫০০ কোটি
- ৬০০ কোটি
- ৭০০ কোটি
21193. ‘আর’ নগরীর উৎপত্তি হয়েছিল কোন সময়ে?
- খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দ
- খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
- খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
- খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
21194. গ্রামে শোয়ার ঘর, রান্না ঘর, গোয়াল ঘর কোথায় তৈরি করা হয়?
- পুকুর পাড়ে
- উঠানের মাঝখানে
- উঠানের চারপাশে
- উঠানের এ কোণে
21195. গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্য
- এক স্থানে বেশ কয়েকটি পরিবারের বসবাস
- বাড়িগুলোর কম দুরত্ব
- বাসগৃহের একত্রে সমাবেশ
A,B,C
21196. অভিযোজনের প্রথম পদক্ষেপ কী?
- বসতি স্থাপন
- প্রতিরক্ষা
- খাদ্য সংগ্রহ
- প্রকৃতির সাথে খাপ খাওয়ানো
21197. উর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
- বিক্ষিপ্ত
- পুঞ্জিভূত
- বৃত্তাকার
- সরল রৈখিক
21198. শহরে বস্তি গড়ে উঠে কেন?
- আবাস সংকটের কারণে
- বাসস্থান ব্যয়বহুল হওয়ায়
- শহরের লোকজন দরিদ্র হওয়ায়
- গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায়
21199. গ্রামীণ বসতি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা গোষ্ঠীবদ্ধ হওয়ার কারণ কী?
21200. তুন্দ্রা জলবায়ু অঞ্চলের এক্সিমোরা কোন ধরনের ঘরে বসবাস করে?
- দোচালা ঘর
- চৌচালা ঘর
- মাটির ঘর
- বরফের ঘর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব বসতি - এসএসসি ভুগোল ও পরিবেশ - 8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2120"