বারিমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2102
21011. সমুদ্র তলদেশের ভূমিরূপের সবচেয়ে উপরের অংশকে কী বলে?
- মহীঢাল
- তটদেশীয় অঞ্চল
- উপকূলীয় ঢাল
- শৈলশিরা
21012. ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে?
- শীতল ল্যাব্রাডর স্রোত
- উষ্ণ উপসাগরীয় স্রোত
- উষ্ণ ব্রাজিল স্রোত
- শীতল কামচাটকা স্রোত
21013. সমুদ্রের গভীরতার জন্য সমুদ্রস্রোতের সৃষ্টি হয়-
- উষ্ণস্রোত 2. উর্ধ্বগামী 3. নিম্নগামী
A,C
21014. হ্রদের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
- চারদিক স্থল বেষ্টিত গভীর জলাভূমি
- তিনদিক জল দ্বারা বেষ্টিত অগভীর জলাভূমি
- দুই দিক জল দ্বারা বেষ্টিত জলারাশি
- স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশি
21015. ম্যারিয়ানা খাতের গভীরতা কত?
- ১০৮৭০ মিটার
- ১০৮৭০ কি.মি.
- ৮৫৩৮ মিটার
- ৮৫৩৮ কি.ম.
21016. শীতপ্রধান দেশে নদীর পানি সহজে জমতে পারে না কেন?
- নদীর পানি লবণাক্ত বলে
- জোয়ারের পানি প্রবেশের কারণে
- জোয়ারের দ্বারা সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশের কারণে
- জোয়ারের পানি প্রবেশ করে এবং ভাটায় চলে যাওয়ার কারণে
21017. অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকে কী বলা হয়?
- ফাইটোপ্লাঙ্কন
- প্রাণীপ্লাঙ্কটন
- প্লাঙ্কটন
- উৎপাদক
21018. নিচের উদ্দীপকটি পড়ে দুইটি প্রশ্নের উত্তর দাও:
- ঝুমু তার ফুফুর সাথে জাহাজ করে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে বিখ্যাত একটি সমুদ্রস্রোতের অনুকূলে এঙ্গোলা থেকে ব্রাজিলের নাটালে যাচ্ছিল। সমুদ্রের উপর দিয়ে তার এ ভ্রমণ তার চিরদিনই মনে থাকবে।ঝুমুর দেখা স্রোতটি কোন ধরনের?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বারিমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2102"