বারিমন্ডল । এসএসসি ভুগোল ও পরিবেশ । কুইজ মডেল টেস্ট অনুশীলন
20981. মাছের অতি প্রিয় খাদ্য কোনটি?
- বিয়োজক
- ছোট ছোট উদ্ভিদ
- ছোট ছোট প্রাণী
- প্লাঙ্কটন
20982. কোন অঞ্চলে উষ্ণ স্রোত দেখা যায়?
- নিরক্ষীয় অঞ্চলে
- উত্তর মেরু অঞ্চলে
- দক্ষিণ মেরু অঞ্চলে
- ৬৫০ অক্ষাংশে
20983. বাংলাদেশের সমুদ্র বন্দর হল-
- নারায়নগঞ্জ 2. পতেঙ্গা 3. মংলা
A,C
20984. ৬০০ দক্ষিণ অক্ষাংশ থেকে এন্টার্কটিকার হিমবাহ পর্যন্ত বিস্তৃত কোন মহাসাগর?
- ভারত
- প্রশান্ত
- উত্তর
- দক্ষিণ
20985. সমুদ্র জোয়ার সৃষ্টির জন্য কোন বল মূখ্য ভূমিকা পালন করে?
- মহাকর্ষ বল
- কেন্দ্রাতিগ বল
- কেন্দ্রবিমুখীবল
- আকর্ষণ শক্তি
20986. গভীর সমুদ্রের সমভূমি প্রকৃতপক্ষে কিরূপ?
- মালভূমি
- ঢাল বিশিষ্ট
- বন্ধুর
- স্তরীভূত
20987. মাহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ তাকে কি বলে?
- মহাকর্ষ
- অধিকর্ষ
- মাধ্যাকর্ষণ
- ত্বরণ
20988. সমুদ্রের কত গভীর থেকে গতি কমতে থাকে?
- ৫০ মিটার থেকে
- ৫০-১০০ মিটার
- ১০০ মিটার নিচ থেকে
- ৫০ মিটারের উপরে
20989. মহীঢাল খুব একটা প্রশস্ত নয় কেন?
- উপকূল অধিক প্রশস্ত
- মহীসোপান সংকীর্ণ
- মহীঢাল অধিক খাড়া
- মহীঢাল অধিক বন্ধুর
20990. সমুদ্রের কোথায় পানির ঘনত্ব বেশী?
- মোহনায়
- উপকূলে
- সমুদ্রের মাঝে
- যেখানে লবণাক্ততা বেশি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বারিমন্ডল । এসএসসি ভুগোল ও পরিবেশ । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2099"