বায়ুমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2088
20871. ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম কী?
- স্ট্রাটোমন্ডল
- ট্রপোবিরতি
- তাপমন্ডল
- এক্সোমন্ডল
20872. কোনটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর?
- ট্রপোমন্ডল
- স্ট্রাটোমন্ডল
- মেসোমন্ডল
- তাপমন্ডল
20873. কোনটি বায়ুমন্ডলের উপাদান নয়?
- অক্সিজেন
- আরগন
- হাইড্রোজেন
- হিলিয়াম
20874. কোন সময় মৌসুমি বায়ু বেশি প্রবাহিত হয়?
- গ্রীষ্মকালে
- শীতকালে
- বর্ষাকালে
- বসন্তকালে
20875. ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
- ৮-৯ কিলোমিটার
- ১২-১৪ কিলোমিটার
- ১৬-১৮ কিলোমিটার
- ১০-১২ কিলোমিটার
20876. স্টাটোমন্ডলের বায়ুতে কী থাকে না?
- ধূলিকণা
- জলীয়বাষ্প
- বৃষ্টিপাত
- মেঘ
20877. বায়ুমন্ডলে কোন উপাদানটি শতকরা ১.২৭ ভাগ?
- অন্যান্য গ্যাস 2. জলীয় বাষ্প 3. কনিকাসমূহ
A,B,C
20878. বায়ুমন্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরের নাম কী?
- ট্রপোমন্ডল
- স্ট্রাটোমন্ডল
- তাপমন্ডল
- এক্সোমন্ডল
20879. নিচের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত?
- কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা
- ভূমিকম্প
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
- মরুকরণ
20880. জলীয় বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
- নদীনালা
- খালবিল
- ঝরনা
- সমুদ্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বায়ুমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2088"