পৃথিবীর-বাহ্যিক-ও-অভ্যন্তরীণ-গঠন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2079
20781. আগ্লেয় শিলা তৈরি করতে চাইলে-
- শিলাসমূহকে গলিয়ে ফেলতে হবে
- চূর্ণবিচূর্ণ করতে হবে
- গলিয়ে শীতল করতে হবে
- সমুদ্রতলে রেখে দিতে হবে
20782. মহাদেশীয় ভূত্বকের উন্মুক্ত অংশের কত ভাগ পাললিক শিলা?
- ৭০ ভাগ
- ৭৫ ভাগ
- ৬৫ ভাগ
- ৮০ ভাগ
20783. কোনটি পাতালিক শিলার উদাহরণ?
- পরফাইরি
- ডেলোমাইট
- চার্ট
- গ্রানাইট
20784. মহাদেশীয় ভূত্বক কী দ্বারা গঠিত?
- সিলিকন ও অ্যালুমিনিয়াম
- সিলিকন ও ম্যাপনেসিয়াম
- সোডিয়াম ও অ্যালুমিনিয়াম
- সোডিয়াম ও সিলিকন
20785. কোন খনিজের কাঠিন্য সবচেয়ে কম?
- হীরা
- ক্যালসাইট
- জিপসাম
- টেলক
20786. দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামি হয়-
- ২০১২ সালে
- ২০১১ সালে
- ২০০৪ সালে
A,C
20787. মরু এলাকায় মৃত্তিকা দৃঢ় সংঘবদ্ধ নয় কারণ-
- গাছপালা কম থাকায় 2. দিনের বেলায় সূর্যের প্রখর তাপ 3. রাতের শীতলতায়
A,B,C
20788. ভূমিরূপের পার্থক্য আছে-
- আকৃতিগত 2. প্রকৃতিগত 3. গঠনগত
A,B,C
20789. পলি সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে কী বলে?
- আগ্নেয় শিলা
- পাললিক শিলা
- রূপান্তরিত শিলা
- ল্যাকোলিথ পর্বত
20790. মধ্যগতিতে নদী-
- সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় 2. পার্শ্বক্ষয় বেশি হয় 3. ক্রমশ প্রশস্ততা কমে যায়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৃথিবীর-বাহ্যিক-ও-অভ্যন্তরীণ-গঠন - এসএসসি-ভুগোল ও পরিবেশ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2079"