মানচিত্র-পঠন-ও-ব্যবহার – এসএসসি-ভুগোল ও পরিবেশ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2072
মানচিত্র-পঠন-ও-ব্যবহার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2072
20711. সাধারণত মানচিত্রকে কয় ভাগে ভাগ করা হয়?
- ২ ভাগে
- ৩ ভাগে
- ৪ ভাগে
- ৫ ভাগে
20712. মানচিত্রে উচ্চভূমি ও মালভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?
- হলুদ বা কমলা
- বাদামি
- নীল
- সাদা
20713. ঢাকার দ্রাঘিমা ৯০০ পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫০ পূর্ব। ঢাকার সথানীয় সময় দুপুর ২ টা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত?
- সকাল ১১টা ১১ মিনিট
- দুপুর ১টা ১১ মিনিট
- রাত ১১টা ৯ মিনিট
- রাত ১১টা
20714. প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?
- ৪ মিনিট
- ১ মিনিট
- ৪০ মিনিট
- ৫ মিনিট
20715. কত বছর পূর্বে মিসরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন?
- প্রায় ২৫০০ বছর পূর্বে
- প্রায় ৩০০০ বছর পূর্বে
- প্রায় ৩৫০০ বছর পূর্বে
- প্রায় ৪০০০ বছর পূর্বে
20716. ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলে?
- আদ্রতা
- জলবায়ু
- বায়ুপ্রবাহ
- বৃষ্টিপাত
20717. সাধারণত প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে কোন ধরনের উপাদান দেখতে পাওয়া যায়?
- প্রাকৃতিক ও সামাজিক
- প্রাকৃতিক ও সাংস্কৃতিক
- প্রাকৃতিক ও রাজনৈতিক
- সামাজিক ও সাংস্কৃতিক
20718. ৩৬০০ দ্রাঘিমা সমান কত মিনিট?
- ১১৪০ মিনিট
- ১৪৪০ মিনিট
- ১৪০০ মিনিট
- ১৪৪০ মিনিট
20719. টপোগ্রাফিক মানচিত্রে নিচের কোনটি দেখানো হয়?
- পাহাড়, মালভূমি ও সমভূমি 2. নদী, উপত্যকা ও হ্রদ 3. রেলপথ
A,B
20720. নিচের কোনটি মানচিত্রে ব্যবহার করা হয়?
- বিভিন্ন রং 2. রেখা ও সংকেত 3. উদ্ভিদকুলের অবস্থান
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানচিত্র-পঠন-ও-ব্যবহার - এসএসসি-ভুগোল ও পরিবেশ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2072"