বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2059
20581. ছোটবেলা থেকেই মাসুদ ঘূর্ণিঝড়ের সাথে পরিচিত। বাংলাদেশের কোন অঞ্চলে সে বেড়ে উঠেছে?
- উত্তরাঞ্চলে
- দক্ষিণাঞ্চলে
- পশ্চিমাঞ্চলে
- পূর্বাঞ্চলে
20582. ঘূর্ণিঝড় কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগহ?
- সাময়িক
- স্থায়ী
- আকস্মিক
- স্বল্পস্থায়ী
20583. উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:আফসার মিয়া ১৯৯৮ সালের বন্যায় পরিবার-পরিজনসহ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল্ সেই বন্যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছিল।>>উপযুক্ত পদক্ষেপ গ্রহণে আফসার মিয়া পরাভূত করতে পারত –
- দুর্ভাগ্যকে
- দুর্যোগকে
- বিপর্যয়কে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2059"