বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2037
20361. মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ আমদানি বাণিজ্য হয়?
- 0.06
- 0.07
- 0.08
- 0.09
20362. কতটি রেলওয়ে ফেরী চালু আছে?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
20363. যাত্রী ও পণ্য সামগ্রীর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা স্থান পরিবর্তনকে কী বলে?
- স্থানান্তর
- যোগাযোগ
- পরিবহন
- বাণিজ্য
20364. রেলওয়ে ফেরী চালু আছে –
- তিস্তামুখ ঘাট
- মাওয়া ঘাট
- বাহাদুরাবাদ ঘাট
A,C
20365. সড়কপথের উন্নয়নের জন্য কোন সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
- পদ্মা সেতু
- বঙ্গবন্ধু সেতু
- হার্ডিঞ্জ সেতু
- মেঘনা সেতু
20366. ২০১২ সালে মোট সড়ক পথের পরিমাণ কত?
- ১৩২৪৮ কি.মি.
- ২০৯৪৮ কি.মি.
- ২১০৪০ কি.মি.
- ২১২৭২ কি.মি.
20367. যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
- ব্রডগেজ
- ডুয়েলগেজ
- মিটারগেজ
- মাইলগেজ
20368. আকাশ পথে পণ্য পরিবহনে দ্রব্যমূল্য কী প্রভাব রাখে?
- দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়
- দ্রব্যমূল্য কমিয়ে দেয়
- বিভিন্ন অঞ্চলে একই পণ্যের বিভিন্ন মূল্য পার্থক্য কমায়
- দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে
20369. ব্রডগেজ রেলপথের পরিমাণ কত?
- ৬৫৪ কি.মি.
- ৬৫৯ কি.মি.
- ৬৬৪ কি.মি.
- ৬৬৯ কি.মি.
20370. শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে কি সুবিধা?
- নির্মাণ সহজ
- নির্মাণ খরচ কম
- নির্মিত সড়ক স্থায়ী হয়
- নির্মাণের সময় কম প্রয়োজন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2038
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2039
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2040
0 responses on "বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2037"