বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2036
20351. বিমানে পণ্য পরিবহন বৃদ্ধি পেয়েছে কেন?
- জয়েন্ট ফ্রেইটার সার্ভিসের কারণে
- অভ্যন্তরীণ সার্ভিস বাড়ানোর জন্য
- আন্তর্জাতিক সার্ভিস বাড়ানোর জন্য
- বিমানের সংখ্যা বাড়ানোর কারণে
20352. জামাল একজন কৃষক। সে সিলেটের হাওড় এলাকায় বাস করে। তার উৎপাদিত কাঁচামাল দ্রুত যোগাযোগের জন্য কষ্টসাধ্য হলেও নৌপথ ব্যবহার না করে অন্যপথ অবলম্বন করে।
- সড়কপথ
- রেলপথ
- নদী পথ
- সমুদ্রপথ
20353. উদ্দীপকে আলোচিত পথটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
- উৎপাদিত কৃষিপণ্য বন্টনে
- বাজার ব্যবস্থার উন্নতির জন্য
- সুষম অর্থনৈতিক উন্নয়নে
A,B,C
20354. বাংলাদেশে সমুদ্র বন্দর কতগুলো?
- 2
- 3
- 4
- 5
20355. অভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ কত?
- ৬৪০০ কি.মি.
- ৭৪০০ কি.মি.
- ৮৪০০ কি.মি.
- ৯৪০০ কি.মি.
20356. কোন জেলায় রেলপথ নেই?
- টাঙ্গাইল
- মাদারীপুর
- হবিগঞ্জ
- ভৈরববাজার
20357. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নদীপথ উন্নতি লাভ করেছে কেন?
- নিম্নভূমি
- বনভূমির অবস্থান
- ভূমির ঢাল
- নদীবহুল অঞ্চল
20358. বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম কারণ এই অঞ্চলটি –
- ঢালযুক্ত স্থান 2. বন্ধুর ভূমিরূপ 3. নিম্নভূমি ও নদী অঞ্চল
A,B
20359. বাংলাদেশের ভৌগোলিক গঠন কোন যোগাযোগ মাধ্যমের অনুকূলে?
- সড়ক
- রেল
- নৌ
- আকাশ
20360. সিলেটে সড়কপথ কম কেন?
- ঢালযুক্ত
- নিম্নভূমি
- উঁচু-নীচু ভূমিরূপ
- সমতল ভূমি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2037
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2038
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2039
0 responses on "বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2036"