
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2015
20141. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
- দক্ষিণ-পূর্ব
- দক্ষিণ-পশ্চিম
- উত্তর-পূর্ব
- উত্তর-পশ্চিম
20142. অনুমানিক কত বছর পূর্বের সময়কাল প্লাইস্টোরিন কাল বলা হয়?
- ১০০০০ বছর পূর্ব
- ১৫০০০ বছর পূর্ব
- ২০০০০ বছর পূর্ব
- ২৫০০০ বছর পূর্ব
20143. সাম্প্রতিকালের প্লাবন সমভূমি কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
20144. বাংলাদেশ নদী ভরাটের কারণ-
- পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ
- নদীর তীরে গৃহনির্মাণ
- নদীর ধারে পরিকল্পিত বাঁধ নির্মাণ
A,B
20145. প্রায় সমুদ্র সমতলে অবস্থিত?
- চট্টগ্রাম
- সুন্দরবন
- দিনাজপুর
- বগুড়া
20146. কোনটি বাংলাদেশকে সুবিশাল দ্বীপে পরিণত করেছে?
- পাহাড়
- সাগর
- নদী
- লেক
20147. বাংলাদেশের পাহাড় সমূহের গঠন উপাদান-
- বেলেপাথর 2. শেল 3. কর্দম
A,B,C
20148. তাজিনডং কি নামে পরিচিত?
- কিওক্রাডং
- চিম্বুক
- বিজয়
- রুমা
20149. কুমিল্লা শহর থেকে কত পশ্চিমে লালমাই পাহাড় দেখা যায়?
- ৬ কি. মি.
- ৮ কি. মি.
- ১০ কি. মি.
- ১২ কি. মি.
20150. বাংলাদেশের কোন অংশ দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে?
- পূর্ব
- পশ্চিম
- উত্তর
- উত্তর-পূর্ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2016
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2017
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2018