ভুগোল-ও-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2012
20111. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলে আখ্যায়িত করেন?
- পৃথিবীর জ্ঞান ভান্ডার
- পৃথিবীর জ্ঞানের আধান
- পৃথিবীর বর্ণনা
- পৃথিবীর বিজ্ঞান
20112. পরিবেশ কত প্রকার?
- ২ প্রকার
- ৩ প্রকার
- ৪ প্রকার
- ৫ প্রকার
20113. মানুষের তৈরি পরিবেশ হলো-
- প্রাকৃতিক পরিবেশ
- ভৌত পরিবেশ
- সামাজিক পরিবেশ
- সবকটি
20114. ‘Geo’ অর্থ কী?
- ভূগোল
- ভূ
- বর্ণনা
- পৃথিবীর বর্ণনা
20115. অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মত অনুযায়ী ভূগোল হলো-
- পৃথিবীর বর্ণনা
- পৃথিবীর অধিবাসীর বর্ণনা
- সাগর ও মহাসাগরের বর্ণনা
A,B
20116. জীবদের নিয়ে গড়া পরিবেশের নাম কী?
- জীব পরিবেশ
- ভৌত পরিবেশ
- প্রাকৃতিক পরিবেশ
- সামাজিক পরিবেশ
20117. মানুষের কর্মকান্ডের ফলে প্রাকৃতিক পরিবেশের নানা পরিবর্তন ঘটে। উদাহরণ হিসেবে বলা যায়-
- খাল-বিল ভরাট হয়
- রাস্তাঘাট নির্মিত হয়
- বনে অগ্নিকান্ড ঘটে
A,B
20118. প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান হচ্ছে-
- জীব উপাদান
- জড় উপাদান
- উদ্ভিদ ও প্রাণী
A,B
20119. প্রথম ‘Geography’ শব্দটি ব্যবহার করেন কোন ভূগোলবিদ?
- টলেমি
- ডাডলি স্ট্যাম্প
- ইরাটসথেনিস
- কার্ল রিটার
20120. প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে প্রস্তাবিত করে-
- রাস্তাঘাট নির্মাণ
- অফিস আদালত নির্মাণ
- শহর বন্দর নির্মাণ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2013
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2014
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2015
0 responses on "ভুগোল-ও-পরিবেশ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2012"