আমাদের-সম্পদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1991
19901. বালু মাটি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে তার প্রভাব কী?
- মাটি চাষাবাদের উপযুক্ত হয়
- মাটির উর্বরতা নষ্ট হয়
- মাটিতে পোকার সংখ্যা বৃদ্ধি পায়
- মাটিতে সার প্রয়োজন হয়
19902. মাশরুম কোন তেজস্ক্রিয় পদার্থ প্রচুর সঞ্চয় করে?
- রেডিয়াম
- থোরিয়াম
- সিজিয়াম
- ইউরেনিয়াম
19903. কোন মাটির রন্ধ্রগুলো আকারে বড়?
- পলি মাটি
- বালি মাটি
- কাদা মাটি
- এঁটেল মাটি
19904. রেডিও এবং কাচ তৈরিতে অভিন্ন খনিজ পদার্থ ব্যবহৃত হয়। এক্ষেত্রে দ্রব্যগুলো কোন পদার্থ দিয়ে তৈরি করা হয়?
- কোয়ার্টজ
- ট্যালক
- মাইকা
- ফেলসপার
19905. নিচের কোন দুটি পরস্পর সম্পর্কিত?
- শব্দ দূষণ ও মাটি দূষণ
- বায়ু দূষণ ও মাটি দূষণ
- মাটি দূষণ ও পানি দূষণ
- বায়ু দূষণ ও পানি দূষণ
19906. শিল্পকারখানার বর্জ্যে থাকা প্রোটিন বা অ্যামিনো এসিড যে সকল গ্যাস তৈরি করে সেগুলো হলো-
- হাইড্রোজেন সালফাইড
- সালফার ডাই অক্সাইড
- কার্বন ডাইক্সাইড
A,B
19907. অ্যানথ্রাসাইটে কার্যকর পরিমাণ কত?
- 0.5
- 0.7
- 0.8
- 0.95
19908. বিটুমিনাস কত বছরের পুরানো?
- ১৫০ মিলিয়ন বছর
- ২০০ মিলিয়ন বছর
- ৩০০ মিলিয়ন বছর
- ৩৫০ মিলিয়ন বছর
19909. অণুজীবের জন্য ক্ষতিকর কোনটি?
- আয়রন
- ম্যাগনেসিয়াম
- মারকারি
- সোডিয়াম
19910. কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
- সায়ানাইভ
- প্রাকৃতিক গ্যাস
- কয়লা
- পেট্রোলিয়াম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1992
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1993
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1990
0 responses on "আমাদের-সম্পদ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1991"