আমাদের-সম্পদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1982
19811. ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন ইত্যাদি কী ধরনের পদার্থ?
- খনিজ পদার্থ
- বায়বীয় পদার্থ
- জৈব পদার্থ
- রাসায়নিক পদার্থ
19812. ভূগর্ভস্থ কয়লা কোনটির সাহায্য প্রক্রিয়াকরণ প্লান্টে নেওয়া হয়?
- কনভেয়ারবেন্ট
- রোলার
- সেফিং বেন্ট
- টলিং
19813. আমাদের জীবনধারণ মাটির উপর নির্ভরশীল-
- গাছপালার উৎপাদনস্থল হিসেবে
- জ্বালানির উৎসস্থল হিসেবে
- পানির মজুদস্থল হিসেবে
A,B,C
19814. পটি মাটি তৈরি হয় মূলত কোন পদার্থ থেকে?
- জৈব পদার্থ
- খনিজ পদার্থ
- বায়বীয় পদার্থ
- অজৈব পদার্থ
19815. ডোবা ও আর্দ্র এলাকার সাধারণত কোন মাটি পাওয়া যায়?
- খড়ি মাটি
- পিটি মাটি
- কাঁদামাটি
- পলিমাটি
19816. উদ্ভিদদেহের প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রচুর পানির দরকার। উদ্ভিদ তার আশপাশের পরিবেশ থেকে এই পানি গ্রহণ করে। এক্ষেত্রে পানির উৎস হিসেবে বিবেচ্য-
- মাটি
- বায়ু
- নদী
A,B
19817. জৈব খনিজ পদার্থ কোনটি?
- গ্যাস
- মাইকা
- ট্যালক
- সিলভার
19818. একটি জমিতে বার বার কোন ফসল চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়?
19819. বৈদ্যুতিক যন্ত্রপাতির বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
- জিপসাম
- কোর্য়াটাজ
- মাইকা
- পাইরাইটস
19820. জলাবদ্ধতা হলে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
- গাছ উপরে যাওয়া
- মরে যাওয়া
- ফলন কমে যাওয়া
- গাছের শিকড়ের পচন ধরা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1983
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1984
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1985
0 responses on "আমাদের-সম্পদ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1982"