পলিমার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1959
19581. কৃত্রিম তন্তু কোনটি?
- লিনেন
- তুলা
- উল
- পলিস্টার
19582. ফ্রাইং প্যানেল প্লাস্টিক কোনটি?
- ব্যাকেলাইট
- পিভিসি
- পলিস্টার
- পলিথিন
19583. কৃত্রিম তন্তুর মধ্যে প্রধান ও প্রথম তন্তু-
- রেয়ন
- একটি সেলুলোজিক তন্তু
- অধিক উত্তাপে গলে যায়
A,B,C
19584. মনোমার থেকে পলিমার তৈরি হয় কোন প্রক্রিয়ায়?
- মনোমারকরণ
- ডাইমারকরণ
- পলিমারকরণ
- 1ndustrialization
19585. কোন প্লাস্টিকের একবার মাত্র গলানো যায়?
- ব্যাকেলাইট
- পলিথিন
- পলিপ্রপিন
- PVC
19586. রাবার নিচের কোনটির সাথে রাসায়নিক বিক্রিয়া করে না?
- পেট্রোল
- ইথার
- বেনিজন
- পানি
19587. মোটা সুতার জন্য কতটি কোকুনের প্রান্ত ধরে টানা হয়?
- 43023
- ১৫-২০
- ২০-২৫
- ২৫-৩০
19588. ইথিলিন থেকে পলিথিন তৈরীর প্রক্রিয়ায় উচ্চ চাপের পরিবর্তে ব্যবহৃত হয় কোনটি?
- প্যালাডিয়াম
- প্লাটিনাম ট্রাইক্লোরাইড
- নিকেল ক্লোরাইড
- টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড
19589. রেশম কোন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি?
- অ্যালনিন
- পি-৪৯
- ফাইব্রেয়ন
- টিটিন
19590. আদিকালে অসভ্যতার যুগ বলা হয়, কারণ-
- তখন বস্ত্র ছিল না
- কলকারখানা ছিল না
- লজ্জা নিবারণের ব্যবস্থা ছিল না
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পলিমার - এসএসসি-সাধারণ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1959"