পলিমার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1958
19571. রেয়ন কত প্রকারের?
- 2
- 3
- 4
- 6
19572. কার্ডিং ও কম্বিং এর কাজে ব্যবহৃত যন্ত্রটি ঠিক করা হয় কি অনুযায়ী?
- তন্তুর উজ্জ্বল্য
- তন্তুর পরিমাণ
- তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্য
- তন্তুর প্রকৃতি
19573. নিচের কোনটি হালকা কিন্তু অধিকতর উষ্ণ?
- পশম
- নাইলন
- ফ্লিস উল
- রেশম
19574. অনেকগুলো কটন লিন্ট একত্রে বেঁধে করা হয়?
- সুতা
- দড়ি
- কাপড়
- বেল
19575. কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন?
- পাট
- পশম
- রেশম
- লিনেন
19576. প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান হল-
- নাইলন
- পলিস্টার
- পলি প্রোপিলিন
- সুতি
19577. নাইলন প্রস্তুতিতে নিচের কোনটি বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়?
- এডিপিক এসিড
- প্রপানোয়িক এসিড
- ইথানোয়িক এসিড
- অক্সালিক এসিড
19578. সুতা কাটার দ্বিতীয় ধাপটির নাম কী?
- ব্লেন্ডিং
- কাডিং
- স্পিনিং
- টুইস্টিং
19579. রেশমের প্রধান গুণ কোনটি?
- নমনীয়তা
- স্থিতিস্থাপকতা
- রঙধারণ ক্ষমতা
- সৌন্দর্য
19580. প্রকৃতিতে প্রাপ্ত পলিমার-
- সুতা
- সিল্ক
- পরিবেশ বান্ধব
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পলিমার - এসএসসি-সাধারণ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1958"