পলিমার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1950
19491. ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় কোনটি?
- পলিথিলিন
- মেলামাইন
- বৈদ্যুতিক সুইচ
- পিভিসি পাইপ
19492. প্রায় ৪০ জাতের মেষ থেকে কত প্রকার পশম তৈরী হয়?
- 100
- 200
- 300
- 400
19493. পশমের বৈশিষ্ট্য-
- নমনীয়তা
- স্থিতিস্থাপকতা
- রঙ ধারণ ক্ষমতা
A,B,C
19494. বিভিন্ন রকম তুলার মিশ্রণ তৈরি করার কারণ-
- সুতার মান ঠিক রাখা
- একই মানের তুলা না পাওয়া
- ভিন্ন রকম সুতা তৈরি
A,B
19495. রাবার কি ধরনের পদার্থ?
- স্থিতিস্থাপক পদার্থ
- কমে যায়
- ঠিক থাকে
- খুব বেড়ে যায়
19496. তুলা বাংলাদেশে-
- আমদানি করা হয়
- রেখে দেওয়া হয়
- খুলে ফেলা হয়
- রং করা হয়
19497. কোন প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি করা হয়?
- আয়নীকরণ
- পলিমারকরণ
- অজৈব প্রক্রিয়ায়
- জৈব প্রক্রিয়ায়
19498. ব্যাকেলাইট পলিমার তৈরি হয় কোনটি থেকে?
- ফেনল থেকে
- ফরম্যালডিহাইড থেকে
- ফেনল ও ফরম্যালডিহাইড থেকে
- মেলামাইন ও ফরম্যালডিহাইড থেকে
19499. সুতি বস্ত্রের প্রধান সীমাবদ্ধতা কোনটি?
- প্রসারণশীলতা
- সংকোচনশীলতা
- তাপ প্রসারাংকে
- কম টেকসই
19500. বৈদ্যুতিক সুইচবোর্ড কি নামের পলিমার?
- বাকেলাইট
- মেলামাইন
- রেজিন
- পিভিসি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পলিমার - এসএসসি-সাধারণ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1950"