নবজীবনের-সূচনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1928
19271. স্বপ্নদোষ একটি ধরনের বিষয়?
- ভয়ের বিষয়
- লজ্জার বিষয়
- স্বাভাবিক কার্যক্রম
- অস্বাভাবিক কার্যক্রম
19272. সরীসৃপ থেকে পাখির উৎপত্তি এর প্রমাণ বহন করে কোনটি?
- লিমুলাস
- প্লাটিপাস
- আর্কিওপটেরিক্স
- স্ফোনোডন
19273. জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অন্য শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত- এটি কে প্রমাণ করেন?
- হার্বাট স্পেনসার
- জেনোফেন
- ডারউইন
- অ্যারিস্টটল
19274. রাজীব তার মায়ের সাথে চিড়িয়াখানায় বেড়াতে গেল। সেখানে সে অজগর সাপ দেখে খুব ভয় পেল। রাজিবের দেখা প্রাণিটি কোন জাতীয়?
- উভচর
- সরীসৃপ
- পাখি
- স্তন্যপায়ী
19275. রাজীব তার মায়ের সাথে চিড়িয়াখানায় বেড়াতে গেল। সেখানে সে অজগর সাপ দেখে খুব ভয় পেল। রাজিবের দেখা প্রাণিটির হৃৎপিন্ডে-
- দুলি অলিন্দ রয়েছে
- তিনটি নিলয় রয়েছে
- অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় রয়েছে
A,C
19276. রাসায়নিক বিবর্তন-
- কার্বন ডাই অক্সাইড-মিথেন
- অ্যামইনো এসিড
- প্রোটিন- নিউক্লিও প্রোটিন
A,B,C
19277. বাদুর ও চামচিকার ডানা-
- উৎপত্তি ও গঠনগত দিক থেকে ভিন্নরকম
- পরিবেশের প্রভাবে একই রকম কাজ করে
- বিবর্তনকে সমর্থন করে
A,B,C
19278. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় থাকে কোনটিতে?
- মাছে
- ব্যাঙ্গে
- পাখিতে
- সরীসৃপে
19279. দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে কী বলে?
- ইন ভিজে ফার্টিলাইজেশন
- এক্স ডিজে ফার্টিলাইজেশন
- ইনভিট্রো ফার্টিলাইশেশন
- ইনসিটো ফার্টিলাইশেন
19280. আধুনিক মানুষের ধারণা হচ্ছে, জীব সৃষ্টির মূলেই রয়েছে কী?
- আবর্তন
- জীবাশ্মা
- বিবর্তন
- কোষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নবজীবনের-সূচনা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1928"