জীবন-বাঁচাতে-বিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1889
18881. পেটের আলসার নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি?
- এন্ডোস্কোপি
- ইসিজি
- এনজিওগ্রাফি
- এম আর আই
18882. কয় ধরনের শক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়?
- এক ধরনের
- দুই ধরনের
- তিন ধরনের
- চার ধরনের
18883. এম আর আই এর পার্শ্ব প্রতিক্রিয়া-
- অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া
- মাথা ব্যথা
- রক্ত সঞ্চালনে বাধা প্রদান
A,B
18884. উইলহেম রনজেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
- জাপান
- জার্মান
- ইংল্যান্ড
- ফ্রান্স
18885. স্থানচ্যুত হাড় শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
- এম আর আই
- এক্সরে
- কেমোথেরাপি
- কোনোটিই নয়
18886. কোনটি ধাতব বস্তু সংবেদী মেশিন?
- ইসিজি
- এক্সরে
- এন্ডোস্কোপি
- এমআরআই
18887. এক্সরে রুমে যারা কাজ করেন, তাদের কোন ধাতুর দেয়ালের আড়ালে থাকা নিরাপদ?
- সীসা
- টাংস্টেন
- অ্যালুমিনিয়াম
- ক্যাডমিয়াম
18888. আল্ট্রাসনোগ্রাফিতে সঠিকভাবে ধরা পড়ে না কোনটি?
- হাড়ের পিছনের অংশ
- পাকস্থলীর অংশ
- যকৃত
- পিত্তথলি
18889. পায়ের তালুর চামড়া পুড়ে যায় কোনটিতে?
- কেমোথেরাপি
- এক্সরে
- সিটিস্ক্যান
- ইসিজি
18890. পরিপাকতন্ত্রের সমস্যা কোনটির মাধ্যমে নির্ণয় করা হয়?
- এক্সরে
- এম আর আই
- এন্ডোস্কোপি
- রেডিওথেরাপি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-বাঁচাতে-বিজ্ঞান - এসএসসি-সাধারণ বিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1889"