জীবন-বাঁচাতে-বিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1887
18861. এনজিওগ্রাফি করলে ডায়াবেটিস রোগীর কোন অঙ্গের ক্ষতি হতে পারে?
- হৃৎপিন্ড
- যকৃৎ
- কিডনি
- ফুসফুস
18862. আলোর কোন ধর্মের ওপর ভিত্তি করে এন্ডোস্কোপি করা হয়?
- প্রতিফলন
- প্রতিসরণ
- ব্যতিচার
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
18863. এক্সরে ব্যবহার করা হয় কোনটিতে?
- এনজিওগ্রাফি
- কেমোথোপি
- রেডিওথেরাপি
- এন্ডোস্কোপি
18864. চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য-
- ঘনত্ব সব জায়গায় একই রকম থাকে
- আধাতুকে চৌম্বকায়িত করতে পারে
- মানব শরীরে যে পানি আছে তাকে চৌম্বকায়িত করে
A,C
18865. রোগ নির্ণয়, নিরাপত্তা ও শিল্পক্ষেত্রে কোন রশ্মির ব্যবহার অনেক?
- X-Ray
- UV-Ray
- 1R
- NMR
18866. শিশুদের কোন তন্ত্র এক্সরে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়?
- শ্বসনতন্ত্র
- পরিপাকতন্ত্র
- প্রজননতন্ত্র
- রেচনতন্ত্র
18867. ধাতব বস্তু সংবেদী মেশিন কোনটি?
- ইসিজি
- এম আর আই
- এন্ডোস্কোপি
- এক্সরে
18868. নিচের কোনটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই?
- এক্সরে
- রেডিওথেরাপি
- ইসিজি
- সিটিস্ক্যান
18869. অণুচক্রিকা উৎপাদন বাধাগ্রস্ত করে কোনটি?
- ইসিজি
- এন্ডোস্কোপি
- কেমোথেরাপি
- এম আর আই
18870. টাংস্টেনের মধ্যে উচ্চবিভব সম্পন তড়িৎ চালনা করলে-
- গরম হয়
- এক্স-রে উৎপন্ন হয়
- ইলেকট্রন নির্গত করে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-বাঁচাতে-বিজ্ঞান - এসএসসি-সাধারণ বিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1887"