প্রাত্যহিক-জীবনে-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1855
18541. স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অণুতে ইলেকট্রনের সংখ্যা কার সমান থাকে?
- নিউট্রন সংখ্যার
- প্রোটন সংখ্যার
- আধান সংখ্যার
- সবগুলোর
18542. তড়িৎ বিশ্লেষ্য কোষকে কী বলে?
- ভোল্টমিটার
- অ্যামিটার
- গ্যালভানোমিটার
- ভোল্টামিটার
18543. এক কিলোওয়াট-ঘন্টা সমান কত জুল?
- ৩৬০০ জুল
- ৩৬০০০ জুল
- ৩৬০০০০০ জুল
- ৩৬০০০০ জুল
18544. যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটি কী হিসেবে ব্যবহার করা হয়?
- অ্যানোড
- ক্যাথোড
- তড়িৎকোষ
- তড়িৎদ্বার
18545. কোন তার স্পর্শ করলে বৈদ্যুতিক শক অনুভূত হয়?
- নিরপেক্ষ তার
- তামার তার
- অ্যালুমিনিয়ামের তার
- জীবন্ত তার
18546. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর ওপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
- তড়িৎ বিশ্লেষণ
- তড়িৎ আধান
- তড়িৎ প্রলেপন
- তড়িৎ বিশ্লেষ্য দ্রব
18547. বাজারে সাধারণত দেখা যায়-
- অফলাইন ইউপিএস
- লাইন ইন্টারেটিভ ইউপিএস
- অনলাইন ইউপিএস
A,B,C
18548. তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহন করে?
- পরমাণু
- ইলেকট্রন
- আয়ন
- প্রোটন
18549. বর্তমানে আমাদের কোন শক্তিটির উপর অধিক নির্ভরশীলতা কমানো উচিত?
- সৌরশক্তি
- জীবাশ্ম জ্বালানি
- বায়োগ্যাস
- পানি বিদ্যুৎ
18550. তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতিকে কী বলে?
- তড়িৎ বিশ্লেষণ
- তড়িৎ মুদ্রণ
- তড়িৎকোষ
- তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্রাত্যহিক-জীবনে-তড়িৎ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1855"