এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1831
18301. অস্পর্শ বল-
- মাধ্যাকর্ষণ বল
- তাড়িত চৌম্বক বল
- শক্তিশালী নিউক্লিয় বল
B,C
18302. গতিবিষয়ক সূত্র কয়টি?
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
18303. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, এটি কোন বলের ক্রিয়ায় সংঘটিত হয়?
- মাধ্যাকর্ষণ বল
- দুর্বল নিউক্লিয় বল
- চৌম্বক বল
- শক্তিশালী নিউক্লিয় বল
18304. যেটি বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে কী বলে?
- ভরবেগ
- জড়তা
- বল
- শক্তি
18305. আমরা হোঁচট খেলে পড়ে যাই কোন কারণে?
- বলের
- শক্তির
- কাজের
- জড়তার
18306. হলুদ বাতি কী নির্দেশ করে?
- হার্ড ব্রেক করার
- থেমে যাওয়ার
- এগিয়ে যাওয়ার
- জোরে চালানোর
18307. ঘর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী-
- পৃষ্ঠের অমসৃণতা
- বস্তুর ভর
- পৃষ্ঠের ক্ষেত্রফল
A,B
18308. স্যুটকেসের নিচে চাকা লাগানো হয় কেন?
- টেনে নিতে
- ওজন কমাতে
- ঘর্ষণ কমাতে
- ভর কমাতে
18309. ঘর্ষণের কারণে আমরা-
- হাত দিয়ে কলম ধরতে পারি
- ইরেজার দ্বারা পেন্সিলের দাগ মুছতে পারি
- হাঁটতে পারি
A,B,C
18310. বল-
- একটি গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে
- এর একক নিউটন
- একটি গতিশীল বস্তুর হ্রাস করতে পারে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1831"