উন্নততর-জীবনধারা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1817
18161. দেহ পরিপোষক খাদ্য হচ্ছে-
- প্রোটিন
- শর্করা
- ফ্যাট
A,B,C
18162. আমে থাকে-
- ফ্রুকটোজ
- সুক্রোজ
- সেলুলোজ
A,C
18163. সুষম খাদ্য গঠনে কোনটি অত্যাবশ্যকীয় নয়?
- আমিষ
- চর্বি
- ভাত
- শর্করা
18164. শর্করার পুষ্টিগত গুরুত্ব হলো-
- শর্করা দহনে ৪.১ কিলোক্যালরি শক্তি উৎপন্ন করে
- শর্করা থোকে লিপিড ও প্রোটিন সংশ্লেষ হয়
- নিউক্লিয় এসিড গঠনে অংশ নেয়
A,C
18165. ফল দ্রুত পাকাতে কোনটি ব্যবহার করা হয়?
- Ripen
- Ethylene
- Ripen & Ethylene
- Sodium benzoate
18166. রিমা মাঝে মাঝে সর্দি কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে নিয়মিত দুধ পান করতে বলেন।দুধে কি জাতীয় উপাদান রয়েছে?
- খনিজ লবণ
- পানি
- প্রোটিন
A,B,C
18167. রিমা মাঝে মাঝে সর্দি কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে নিয়মিত দুধ পান করতে বলেন।ডাক্তারেরে পরামর্শে রিাম নিয়মিত দুধ পান করে। এর কারণ দুধ পান করতে-
- দেহে-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে
- দেহে শক্তি বৃদ্ধি পাবে
- কখনো সর্দি ও কাশি হবে না
18168. প্রানীদের স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থ রাখায় কোনটি অপরিহার্য?
- ভিটামিন
- প্রোটিন
- খনিজ লবণ
- শর্করা
18169. আহারে পর্যাপ্ত পরিমাণে কোনটি থাকলে ফসফরাসের অভাব হয় না?
- লৌহ ও ফসফরাস
- শর্করা ও ক্যালসিয়াম
- প্রোটিন ও ক্যালসিয়াম
- স্নেহ ও ফসফরাস
18170. খনিজ পদার্থসমূহের মধ্যে রক্তের অন্যতম প্রধান উপাদান কোনটি?
- ক্যালসিয়াম
- ফসফরাস
- লৌহ
- সালফার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "উন্নততর-জীবনধারা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1817"