উন্নততর-জীবনধারা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1812
18111. খাদ্য উপাদান আমিষ-
- অ্যামাইনো এসিডের জটিল যৌগ
- উদ্ভিদ ও প্রাণী থেকে পাওয়া যায়
- কোষের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
A,B,C
18112. Immune অর্থ কী?
- অন্যের কাছ থেকে নেওয়া
- ঘাটতি বা অভাব
- শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
- উপসর্গ বা লক্ষণ
18113. জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়-
- পরিপাকের দ্বারা
- উৎসেচক দ্বারা
- আলোর দ্বারা
- তাপের দ্বারা
18114. গর্ভবতী স্ক্রী লোকের প্রত্যহ ক্যালসিয়াম প্রয়োজন-
- ৬০০-৮০০ gm
- ৮০০-১০০০ gm
- ১০০০ gm
- ১২০০ gm
18115. খনিজ লবণের কাজ হলো-
- দেহের গঠন উপাদান অংশ নেয়
- পেশি সংকোচনে সহায়তা করে না
- বিভিন্ন এনজাইম সক্রিয় রাখে
A,C
18116. প্রধানত কিসের মাধ্যমে HIV সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়?
- যৌন ক্রিয়ার
- রক্তের
- ফলের
- শাক-সবজির
18117. এসিডোসিস রোগের সৃষ্টি হয় কোনটির অভাবে?
- পানি
- আমিষ
- শর্করা
- খনিজ লবণ
18118. কখন মাংস বেশি খেলে শরীরের ক্ষতি হয় না?
- গ্রীষ্ম কালে
- বর্ষা কালে
- হেমন্ত কালে
- শীত কালে
18119. কোনটি দৈহিক ওজনের কতভাগ পানি?
- ৪৫-৬০ %
- ৬০-৭৫ %
- ৭৫-৮০ %
- ৮০-৮৫%
18120. স্নেহ বা লিপিড জাতীয় খাদ্যের মৌলিক উপাদান হচ্ছে-
- কার্বন
- ফ্যাটি এসিড
- গ্লিসারল
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "উন্নততর-জীবনধারা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1812"