ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1810
18091. বাজারে সুনাম সৃষ্টি ব্যাংকের জন্য কী?
- অন্যতম মূলনীতি
- সাধারণ নীতি
- মৌলিক নীতি
- মৌলিক উদ্দেশ্য
18092. কোন ব্যাংকের অনুমোদন ব্যতীত বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠান অসম্ভব?
- কেন্দ্রীয় ব্যাংক
- বিশেষায়িত ব্যাংক
- সমবায় ব্যাংক
- কর্মসংস্থান ব্যাংক
18093. শিল্প ব্যাংক কী উদ্দেশ্যে ঋণ প্রদান করে?
- আসবাবপত্র ক্রয়ের জন্য
- যন্ত্রপাতি সংগ্রহের জন্য
- কারখানা নির্মাণের জন্য
B,C
18094. বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হলো-
- সম্পদের সুসম বন্টন
- কর্মসংস্থান সৃষ্টি
- জীবনযাত্রার মান উন্নয়ন
A,B,C
18095. প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্যে ব্যাংককে কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন?
- দক্ষতার নীতি
- প্রচার নীতি
- সুনামের নীতি
- বিশেষয়ানের নীতি
18096. ব্যাংক কীভাবে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেনকে নিরাপদ ও সহজতর করে?
- সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে
- ঝুঁকিহীন বিনিময় মাধ্যম সৃষ্টি করে
- সহজ ও ঝুঁকিহীন বিনিময় মাধ্যম সৃষ্টি করে
- চেক ও বিলের বিনিময় মাধ্যম সৃষ্টি করে
18097. নিবন্ধনভিত্তিক শ্রেণিকরণে ব্যাংক হচ্ছে-
- দেশি
- বিদেশি
- আঞলিক
A,B,C
18098. হোল্ডিং কোম্পানির অধীনে কোন ব্যাংক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়?
- বিনিময় ব্যাংক
- বন্ধকী ব্যাংক
- গ্রুপ ব্যাংক
- শাখা ব্যাংক
18099. সঞ্চয়ী ব্যাংক জনগণকে অধিক সঞ্চয়ে উৎসাহিত করে-
- অধিক মুনাফা প্রদান করে
- যেকোনো সময় ব্যাংকে টাকা জমা দেয়ার সুযোগের মাধ্যমে
- জনগণের অতিরিক্ত অর্ত সঞ্চয়ের মাধ্যমে সুদ প্রদান করে
B,C
18100. গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলি হলো-
- আমানত গ্রহণ
- অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা প্রদান
- উপদেষ্টা ও পরামর্শদাতা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন - এসএসসি-finance-banking-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1810"