ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1808
18071. ব্যাংকের উদ্দেশ্য পালনে কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করবে কে?
- মালিক
- শেয়ারহোল্ডার
- অংশীদার
- গ্রাহন
18072. দেশের ব্যাংকিং আইনের আওতায় যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয়,তাকে বলে?
- আঞ্চলিক ব্যাংক
- জাতীয় ব্যাংক
- দেশি ব্যাংক
- শ্রমিক ব্যাংক
18073. পাবলিক লি. কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালকের সংখ্যা কত?
- ২ জন
- ৫ জন
- ৭ জন
- ২০ জন
18074. গ্রাহকরা কীসের মাধ্যমে নগদ টাকা ছাড়া পণ্য ক্রয় করে থাকে?
- বিনিময় বিল
- পাঞ্চ কার্ড
- ক্রেডিট কার্ড
- সঞ্চয়পত্র
18075. ব্যাংকিং সেবা সহজ হয়েছে-
- সোশ্যাল ব্যাংকিং এর মাধ্যমে
- মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
- ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে
B,C
18076. আমানতকারীকে তার সুবিধামতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্যে?
- সাধারণ উদ্দেশ্যে
- অন্যতম উদ্দেশ্য
- মৌলিক উদ্দেশ্য
- সামাজিক উদ্দেশ্য
18077. কোনটি বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক?
- এইচএস বিসি
- মার্কেন্টাইল ব্যাংক লি.
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লি.
A,C
18078. ব্যাংক কখন কোনো প্রকল্পে অর্থ লগ্নী করে?
- প্রকল্পের বাজার গবেষণা করে
- প্রকল্পের সাংগঠনিক কাঠামো দেখে
- প্রকল্পের মূলধনের পরিমাণ দেখে
- প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে
18079. মেয়াদি আমানতের সর্বোচ্চ সময়কাল কত?
- ৫ বছর
- ১০ বছর
- ১২ বছর
- ১ মাসের উধের্ব যেকোনো সময়ব্যাপী
18080. কারবারি সংগঠনভিত্তিক ব্যাংক হল-
- অংশীদারি ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- সমবায় ব্যাংক
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন - এসএসসি-finance-banking-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1808"