মুদ্রা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1795
17941. কোন শব্দটির আভিধানিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, কোষাগার বা লম্বা টেবিল?
- মুদ্রা
- প্রত্যয়নপত্র
- ব্যাংক
- চালান
17942. কোনটির অস্তিত্বহীনতা সঞ্চয়ের কাজকে দুরূহ করে দেয়?
- টাকার
- অলংকারের
- কষ্টি পাথরের
- পোড়া মাটির
17943. বেসরকারি খাতে আরও কিছু নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়-
- বেসরকারি খাতে
- নব্বই দশক পরবর্তীতে
- সরকারি খাতে
A,C
17944. এক দেশ থেকে আরেক দেশে অর্থ স্থানান্তর বেশ কঠিন কেন?
- আইনগত জটিলতার কারণে
- ভিন্ন ভিন্ন মুদ্রা থাকার কারণে
- নিরাপত্তাহীনতার জন্য
- বাট্টাকরণ করতে না পারার জন্য
17945. মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিধি বাড়ার সাথে সাথে প্রসার ঘটে-
- আধুনিক প্রযুক্তির
- ব্যবসায় বাণিজ্যের
- বিনিময় কর্মকান্ডের
- শিল্প প্রতিষ্ঠানের
17946. ১৯০০ সালে দি বেঙ্গল ব্যাংক কোথায় নিজেদের একটি শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম শুরু করে?
- ব্রাক্ষ্মণবাড়িয়া
- কুমিল্লা
- চাঁদপুর
- সিলেট
17947. জনাব মানিক তার বাড়ি মেরামত করার জন্যে একজন শ্রমিক নিয়োগ করলেন । শ্রমিকের দৈনিক মজুরি ১৫০০ টাকা নির্ধারণ করলেন।এক্ষেত্রে শ্রমিকের নির্ধারিত মজুরি মুদ্রার কোন কাজকে নির্দেশ করছে?
- বিনিময়ের মাধ্যম
- সঞ্চয়ের বাহন
- মূল্যের মান নিয়ন্ত্রক
- মূল্যের পরিমাপক
17948. মূল্যবান দলিল কিংবা জিনিসপত্র নিরাপদে সংরক্ষণের কাজটি কে সম্পাদন করে?
- মহাজন
- ব্যাংক
- ব্যবসায়ী
- দালাল
17949. ব্যাংকের অন্যতম কাজ হচ্ছে-
- বৈদেশিক বাণিজ্যের অর্থায়ন ও প্রত্যায়ন
- আমানতের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে
- তারল্য নীতি অনুসরণ করে
A,B,C
17950. ব্ন্দর নগরী নারায়ণগঞ্জে দি বেঙ্গল ব্যাংক-এর শাখা কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯২২ সালে
- ১৯২৩ সালে
- ১৯২৪ সালে
- ১৯২৬ সালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মুদ্রা - এসএসসি-finance-banking-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1795"