মূলধন-ব্যয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1772
17711. শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কোন মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি?
- ব্যাংক ঋণ মূলধন
- অগ্রাধিকার শেয়ার মূলধন
- সাধারণ শেয়ার মূলধন
- সংরক্ষিত আর্ন মূলধন
17712. বিভিন্ন অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আর্ন সমান হয় না কেন?
- বিনিয়োগ ঝুঁকিমুক্ত হওয়ায়
- ঝুঁকির ধরনের ভিন্নতা
- প্রত্যাশিত আর্ন সর্বদা সমান
- মার্কেটিং পলিসির ভিন্নতা
17713. কোন মূলধন কাঠামো গ্রহণ করা হয়?
- যে মূলধন খরচ সর্বনিম্ন
- যে মূলধন খরচ সর্বোচ্চ
- যে মূলধন খরচ অসীম
- যে মূলধন খরচ অফেরতযোগ্য
17714. মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-
- মূলধন কাঠামো নির্ধাণে
- প্রকল্প মূল্যায়নে
- মূলধনের উৎস বাছাইয়ে
A,B,C
17715. মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-
- মূলধন কাঠামো নির্ধারণে
- প্রকল্প মূল্যায়নে
- মূলধনের উৎস নির্বাচনে
A,B,C
17716. মূলধন ব্যয়ের সামগ্রিক ব্যয়কে কী বলা হয়?
- ভার আরোপিত গড় মূলধন ব্যয়
- সামগ্রিক মূলধন ব্যয়
- নিরূপিত মূলধন ব্যয়
- মোট নিরূপিত মূলধন ব্যয়
17717. ছোচ ব্যবসায় প্রতিষ্ঠান কোন উৎস হতে ঋণ গ্রহণ করতে পারে না?
- মহাজন ঋণ
- বন্ড বিক্রয়
- ব্যাংক ঋন
- আত্মীয়-স্বজনের কাছ থেকে
17718. কাম্য ঋণনীতি কী?
- মূলধনের কত অংশ শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়
- মুলধনের কত অংশ নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হয়
- মূলধনের কত অংশ তহবিল থেকে সংগ্রহ করা হয়
- মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হয়
17719. কোন ঝুঁকি পরিহার করা যায় না?
- একক ঝুঁকি
- অনিয়মানুগ ঝুঁকি
- নিয়মানুগ ঝুঁকি
- প্রত্যাশিত ঘটনা
17720. মূলধন ব্যয় নির্ণয়ের প্রকারভেদ হল-
- ঋণ মূলধন ব্যয়
- অগ্রাধিকার শেয়ারের ব্যয়
- সাধারণ শেয়ার মূলধন ব্যয়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মূলধন-ব্যয় - এসএসসি-finance-banking-6"