ঝুঁকি-ও-অনিশ্চয়তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1743
17421. সংক্ষেপে কারবারে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাবেই-
- মৌলিক ঝুঁকি বলে
- ফটকা ঝুঁকি বলে
- আর্থিক ঝুঁকি বলে
- খাঁটি ঝুঁকি বলে
17422. নিচের কোন ঝুঁকিটি পরিমাপযোগ্য নয়?
- প্রকল্পের ক্ষতি
- সুদের হা কমে যাওয়া
- তেলের দাম বাড়া
- মালিকের মৃত্যু
17423. ব্যবসায় প্রতিষ্ঠানের অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচার উপায় হলো-
- ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার -বিশ্লেষণ করা
- বিশ্লেষণ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করাদক্ষ
- অভিজ্ঞ ও সৎ কর্মী নিয়োগ দেয়া”;}}
A,B
17424. কোম্পানির দউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে-
- দায় পরিশোধের অক্ষমতা দেখা দিলে
- দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারলে
- দায় শোধ না করার কারণে ঋণ সরবরাহকারী আইনের আশ্রয় গ্রহণ করলে
A,B,C
17425. ঝুঁকি পরিমাপের সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটি?
- পরিসর পদ্ধতি
- পরিমিত ব্যবধান পদ্ধতি
- মূলধন
- বাজার ঝুঁকি
17426. ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আর্ন ঝুঁকিমুক্ত আয়ের অন্তর্ভেুক্তা কারণ-
- এটি সরকার কর্তৃক ইস্যুকৃত হয়
- এ আয়ের পরিমাণ সবসময় বেশি থাকে
- এ বিনিয়োগের প্রকৃত আর্ন প্রত্যাশিত আয়ের সমান হয়
A,C
17427. একজন বিনিয়োগকারীর বিনিয়োগের সময় চিন্তা করতে হয়-
- প্রত্যাশিত নগদ প্রবাহ
- অনিশ্চয়তার সম্ভাবনা
- সম্ভাব্য মুনাফার হার
B,C
17428. প্রত্যাশিত আর্ন থেকৈ প্রকৃত আয়ের কোন উপাদানটি বেশি হলে ঝুঁকি বাড়ে?
- সম্ভাবনা
- অনিশ্চয়তা
- বিচ্যুতি
- ত্রুটি
17429. জনাব সানিম নিজস্ব পুঁজি না থাকার কারণে ব্যাংকে থেকে ঋণ নিয়ে ব্যবসায় করেন। কিন্তু তার ব্যবসায়টি কাঙ্খিত মুনাফা অর্জন করতে না পারায় ঋণ পরিশোধে জটিলতার সৃষ্টি হয়।জনাব সানিম কোন ধরনের ঝুঁকি সম্মুখীন হয়েছেন?
- ব্যবসায়িক ঝুঁকি
- আর্থিক ঝুঁকি
- সুদ হারের ঝুঁকি
- তারল্য ঝুঁকি
17430. জনাব সানিমের দায় পরিশোধের অক্ষমতার কারণে পরিনতি হতে পারে-
- সানিম ঋণ মওকুফের আবেদন করতে পারে
- ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো আইনের আশ্রয় নিতে পারে
- সানিম দউলিয়া ঘোষিত হতে পারে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ঝুঁকি-ও-অনিশ্চয়তা - এসএসসি-finance-banking-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1743"