অর্থের-সময়মূল্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1726
17255. তহবিল সংগ্রহে দীর্ঘমেয়াদি উৎস হিসেবে ব্যবহার করা যায় কোনটি?
- ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
- প্রাপ্য বিল
- বাকিতে ক্রয়
- ডিবেঞ্চার ইস্যু
17256. ব্যবসায়ের প্রতিটি আর্থিক সদ্ধান্তের সাথে যুক্ত থাকে-
- অর্থের আন্ত:প্রবাহ
- অর্থের বহি:প্রবাহ
- অর্থের উপযোগিতা
A,B
17257. কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্প অর্থ বিনিয়োগের যে সুযোগ ত্যাগ করতে হয়, তাকে বলে-
- মূলধন ব্যয়
- বিক্রয়ের ব্যয়
- সুযোগ ব্যয়
- উৎপাদন ব্যয়
17258. সরল সুদের ক্ষেত্রে কীসের ওপর সুদ গণনা করা হয়?
- আসলের ওপর
- বাৎসরিক টাকার ওপর
- সুদাসলের ওপর
- বাট্টার ওপর
17259. রংধনু ব্যাংক লিমিটেড ৭% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত হবে?
- 0.1787
- 0.1796
- 0.2819
- 0.3108
17260. জনাব মুমেন যদি কোনো সঞ্চয় স্কিমে অর্থ জমা করে এবং তার যদি অর্থের সময়মূল্য সংক্রান্ত ধারণা থাকে, তবে তা কী ফল দিবে?
- আর্থিক প্রতিষ্ঠানের বিচ্যুতি ধরতে পারবে
- বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য বের করতে পারবে
- ব্যাংকের মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবে
- আর্থিক প্রতিষ্ঠানের সাথে সদ্বিশ্বাস বাড়বে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থের-সময়মূল্য - এসএসসি-finance-banking-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1726"