অর্থায়নের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1723
17221. শেয়ারহোল্ডারদের মধ্যে অবন্টিত মুনাফা থেকে কোন তহবিল সৃষ্টি হয়?
- নগদ তহবিল
- মূলধনি তহবিল
- সঞ্চিতি তহবিল
- ভবিষ্যৎ তহবিল
17222. অর্থায়নের উৎস হিসেবে দীর্ঘমেয়াদি ঋণ প্রযোজ্য-
- একমালিকানা ব্যবসায়
- প্রাইভেট লিমিটেড কোম্পানিতে
- পাবলিক লিমিটেড কোম্পানিতে
B,C
17223. কোন তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়?
- স্বল্পমেয়াদি তহবিল
- মধ্যমেয়াদি তহবিল
- দীর্ঘমেয়াদি তহবিল
- অনির্দিষ্টমেয়াদি তহবিল
17224. ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তনীণ অর্থসংস্থান প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় কীরূপ হয়?
- সামঞ্জস্যপূর্ণ
- অপেক্ষাকৃত বেশি
- দীর্ঘকালব্যাপী
- অপেক্ষাক্রত কম
17225. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে উৎস?
- বাণিজ্যিক পত্র
- গ্রাম মহাজন
- লিজিং
- ক্ষুদ্র ঋণ
17226. কোনটি অংশীদারি ব্যবসায়ের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস?
- ব্যাংক ঋণ গ্রহণ
- লভ্যাংশ সমতাকরণ তহলিব
- অংশীদারের অর্জিত মুনাফা
- অংশীদারদের বিনিয়োগকৃত অর্থ
17227. মোট মুনাফা হতে নিট মুনাফা পাওয়া যায়-
- ব্যয় বাদ দিলে
- কর বাদ দিলে
- কর যোগ করে
A,B
17228. সামির ‘X’ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এ মর্মে ২০ টন রড ক্রয় করেছে যে তিন মাস পর সে এর মূল্য পরিশোধ করবে এবং এ প্রেক্ষিতে একটি দলিল তৈরি করে ‘X’ ইন্ডাস্ট্রিজের নিকট পাঠায়। সামিরের প্রদ্ত্ত দলিলটিকে কী বলা যায়?
- বিনিময় বিল
- প্রত্যয়পত্র
- অঙ্গীকার পত্র
- চালান পত্র
17229. বাণিজ্যিক পত্র এর ইংরেজী প্রতিশব্দ কী?
- Commerce Paper
- Business Paper
- Commercial Paper
- Official Paper
17230. দীর্ঘমেয়াদি তহবিলের উৎসগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো-
- এর মাধ্যমে সংগৃহীত তহবিলের আকার বড় হয়
- এ তহবিল স্থায়ী সম্পত্তি অর্জনে ব্যবহৃত হয়
- এ তহবিল দৈনন্দিন ব্যবসায় পরিচালনায় ব্যবহৃত করে থাকে-
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থায়নের-উৎস - এসএসসি-finance-banking-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1723"