ব্যাংকের-আমানত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1679
16781. নাজমুল সাহেব শপিং শেষ করে টাকা পরিশোধ করেন ব্যাংক চেকের মাধ্যমে । এখানে ব্যাংক চেক কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
- বিনিময়ের মাধ্যমে
- মূল্যের পরিমাপক
- মূল্য স্থানান্তরের বাহন
- তারল্যের মান
16782. যে কোনো হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমেই কোন কাজ টি করতে হয়?
- ট্রেড লাইসেন্স জমা দেওয়া
- জাতীয় পরিচয় পত্র জমা দেওয়া
- গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ
- নমিনি সংক্রান্ত তথ্য জমা দেওয়া
16783. গ্রাহক কখন মেয়াদি হিসাব খুলে থাকেন?
- অধিক লেদেনের ক্ষেত্রে
- বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে
- মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে
- বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে
16784. সঞ্চয়ী হিসাব এবং জীবন বিমার সুবিধা একত্রে পাওয়া যায় কোন হিসাবে?
- বৈদেশিক মুদ্রা হিসাব
- ঋণ আমানতি হিসাব
- বিমা সঞ্চয়ী হিসাব
- স্থায়ী হিসাব
16785. হিসাব খোলার জন্যে সঠিক ব্যাংক নির্বাচন বিশেষভাবে কীসের ওপর নির্ভরশীল?
- ব্যাংকারের প্রকৃতি ও প্রয়োজনের ওপর
- ব্যাংকের প্রকৃতি ও হিসাব গ্রহীতার প্রয়োজনের ওপর
- হিসাব গ্রহীতার প্রকৃতি ও প্রয়োজনের ওপর
- দেশের সরকারের প্রকৃতি ও প্রয়োজনের ওপর
16786. লেনদেন তথা জমাদান উত্তোলনের সঠিক হিসাব রাখার উপায়কে কী বলে?
- ব্যাংক পাস বই
- ব্যাংক হিসাব বিবরনী
- ব্যাংক হিসাব
- চলতি হিসাব
16787. SMS ব্যাংকিংয়ের মাধ্যমে কোনটি জানা যায়?
- হিসাবের স্থিতি
- হিসাবের সময়কাল
- হিসাবের পাসওয়ার্ড
- হিসাবের নাম্বার
16788. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে কী সৃষ্টি হয়?
- সঞ্চয় প্রবণতা
- মূলধন গঠন
- উৎপাদন বৃদ্ধি
- কর্মসংস্থান
16789. গ্রাহকের জন্য ব্যাংক আমানততের উদ্দেশ্য কোনটি?
- ঋণের সুবিধা
- মূলধন গঠ
- বিনিয়োগ
- বৈদেশিক বিনিময়
16790. গ্রাহকের অনুরোধে কোন অবস্থায় ব্যাংক তার হিসাব বন্ধ করার সিদ্ধান্ত নেয়?
- গ্রাহক দেউলিয়া হলে
- হিসাবে অধিক ঋণ থাকলে
- হিসাবে ঋণ না থাকলে
- গ্রাহক প্রবাসী হলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকের-আমানত - এসএসসি-finance-banking-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1679"