বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1669
এসএসসি-finance-banking | 16681. মূলধন গঠনে সহায়তা করা-
- বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ
- সমবায় ব্যাংকের অন্যতম কাজ
- কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ
- আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম কাজ
16682. কোন ব্যাংক দেশে বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিসাপেক্ষে গঠিত হয়?
- সমবায় ব্যাংক
- কৃষি ব্যাংক
- বিশেষায়িত ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
16683. বাণিজ্যিক ব্যাংক কীসের বিনিময়ে মক্কেলের অর্থ স্থানান্তর করে?
- কমিশনের
- সুদের
- চার্জের
- করের
16684. মি. আকরামের বিভিন্ন ব্যাংকে চলতি, স্থায়ী ও সঞ্চয়ী হিসাব খোলা আছে। মি. আকরাম কোনো সুদ পাবেন না কোন হিসাবটিতে?
- স্থায়ী
- সঞ্চয়ী
- চলতি
- মুদারাবা হিসাব
16685. বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হল-
- নিরাপত্তা
- কর্মসংস্থান সৃষ্টি
- জনকল্যাণ
- শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন
16686. নিরীক্ষকের বিল কী?
- ব্যাংকের আয়
- ব্যাংকের ব্যয়
- ব্যাংকের মূলধন
- ব্যাংকের সুনাম
16687. বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কীভাবে?
- অর্থনীতিতে প্রসার ঘটিয়ে
- সম্পদের সুষম বন্টন করে
- সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে
- ধনী-দরিদ্রের দূরত্ব হ্রাস করে
16688. বাণিজ্যিকজ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের কী ইস্যু করে?
- শেয়ার
- বিনিময় বিল
- প্রত্যয়পত্র
- অছি
16689. ঋণ আমানতের বৈশিষ্ট্য হলো-
- প্রতিটি ব্যবসায়ই আমানত সৃষ্টি করে
- প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে
- প্রতিটি আমানত ঋণ সৃষ্টি করে
B,C
16690. বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের অক্ষ্যে বিনিয়োগ করে থাকে-
- সরকারি সিকিউরিটিতে
- শেয়ারে
- ঋণপত্রে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-finance-bankingমডেল টেস্ট - 1669"