বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1664
16631. বাণিজ্যিক ব্যাংককে অনেকে কী নামে অভিহিত করেছেন?
- Mother of modern bank
- Father of modern bank
- Mother of new bank
- Father of new bank
16632. গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় কী বলে?
- তারল্য
- সেবা
- স্বচ্ছতা
- সুনাম
16633. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
- মূলধন গঠন
- বিনিময়ের মাধ্যম
- কর্মসংস্থান সৃষ্টি
- মুনাফা অর্জন
16634. বাণিজ্যি ব্যাংক আর্ন করে থাকে-
- বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে
- শেয়ার ক্রয়-বিক্রয় করে
- প্রত্যয়পত্র ক্রয়-বিক্রয় করে
A,B
16635. বাণিজ্যিক ব্যাংকের কমিশন আয়ের মাধ্যম হলো-
- ব্যাংক ড্রাফট
- প্রত্যয়পত্র
- ক্রেডিট কার্ড
A,B
16636. চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে –
- মুনাফা বৃদ্ধির পথ সুগম হয়
- আর্থিক ঝুঁকি হ্রাস পায়
- অর্থ স্থানান্তর কার্য সহজ হয়
B,C
16637. বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখে কোনটির মাধ্যমে?
- প্রত্যয়পত্রের মাধ্যমে
- প্রাইজবন্ডের মাধ্যমে
- শেয়ার ইস্যুর মাধ্যমে
- ব্যাংক ড্রাফটের মাধ্যমে
16638. টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরণের খরচ?
- পরিবহন খরচ
- যোগাযোগ খরচ
- অফিস খরচ
- প্রত্যক্ষ মজুরি খরচ
16639. বাণিজ্যিক ব্যাংক কোন উৎস থেকে নগদ ঋণ গ্রহণ করে?
- কেন্দ্রীয় ব্যাংক
- অন্যান্য ব্যাংক
- আর্থিক সংস্থা
- কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক বা আর্থিক সংস্থা
16640. নিজস্ব তহবিলের প্রধান উৎস হল-
- সঞ্চিতি তহবিল
- সাধারণ রিজার্ড
- ব্যাংক দলিলের মাধ্যমে সংগৃহীত ঋণ
- বিধিবদ্ধ রিজার্ভ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি - এসএসসি-finance-banking-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1664"