বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1663
16621. বিনিময়ের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে-
- চেক
- হুন্ডি
- ট্রেজারি বিল
A,B
16622. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো-
- বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
- দেশের সকল অঞ্চলের উন্নয়ন করা
- সমাজের দারিদ্র্য দূরীকরণ
A,B,C
16623. বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হয় বিধায় মুনাফা অর্জনই বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে মুখ্য ভুমিকা পালন করে-
- আমানত গ্রহণ ও মূলধন গঠন
- ঋণদান ও বিনিময় বিল বাট্টাকরণ
- শেয়ার ও সিকউরিটি ক্রয় বিক্রয়
A,B,C
16624. ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোনটি?
- সঞ্চয় সংগ্রহ
- মুদ্রা সরবরাহ
- মুনাফা অর্জন
- মুলধন গঠন
16625. সরকারের কোষাগার হিসেবে কাজ করে কোন ব্যাংক?
- বাণিজ্যিক ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
- বিশেষায়িত ব্যাংক
- অ-তালিকাভুক্ত ব্যাংক
16626. মিসেস শিপন ভাতশালা ব্যাংকে মূল্যবান দলিলপত্র, গহনা ইত্যাদি জমা রাখেন। মিসেস শিপন বিনিময়ে নীল ব্যাংককে কী প্রদান করেন?
- সার্ভিস চার্জ
- কমিশন
- সুদ
- বাট্টা
16627. বিমা প্রিমিয়াম বাণিজ্যিক ব্যাংকের কী?
- আয়
- খরচ
- ভাড়া
- তহবিল
16628. বাণিজ্যিক ব্যাংককে কী বলা হয়?
- ধার করা অর্থের ধারক
- অর্থ আমানত গ্রহণকারী
- প্রধান মুনাফা অর্জনকারী
- প্রধান ঋণদাতা
16629. কোনটি বাণিজ্যিক ব্যাংকের মুনাফার মূল উৎস?
- কমিশন
- চার্জ
- সুদ
- মুদ্রা বিনিময়
16630. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে কোন ব্যাংক?
- সরকারি ব্যাংক
- শাখা ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- বিনিময় ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি - এসএসসি-finance-banking-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1663"