নাগরিক-সমস্যা-ও-আমাদের-করণীয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1643
16421. জনসংখ্যাকে সম্পদে পরিণত করার জন্য কোনটির প্রয়োজন?
- শিল্পায়ন
- বিদেশি সাহায্য
- নাগরিক সচেতনতা
- উচ্চশিক্ষা
16422. ঘন ঘন সন্তান হলে –
- মা ও শিশু উভয়ই রোগাক্রান্ত হয়ে পড়ে
- মা ও শিশু সুস্থ থাকে
- শিশু অপুষ্টিতে ভোগে
- মায়ের স্বাস্থ্য ভালো থাকে
16423. উন্নত জীবনের ছোঁয়া পেতে হলে –
- জনসংখ্যা বৃদ্ধির হার বাড়াতে হবে
- জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে হবে
- শিক্ষার প্রসার ঘটাতে হবে
- দরিদ্রতা দূরত করতে হবে
16424. মায়েরা থাকবে সেবাদানকারী আর বাবারা হবে উপার্জনকারী – এ ধারণাটি নিচের কোন বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য?
- নারীর ক্ষমতায়ন সম্পর্কে একটি আধুনিক দৃষ্টিভঙ্গি
- নারীর ক্ষমতায়ন সমর্থন করে
- নারীর ক্ষমতায়ন প্রচেষ্টর পরিপন্থী
- নারীর ভূমিকাকে বড় করে দেখা
16425. সমাজের কোন শ্রেণির ক্ষমতায়ন জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখবে?
- উকিল
- ডাক্তার
- নারী
- শিক্ষা
16426. সামাজিক নিরাপত্তা কর্মসূচির মোট ব্যয়ের কত শতাংশ ব্যয় হয় খাদ্য বিতরণ কর্মসূচিগুলোতে?
- ৮০ শতাংশ
- ৮৫ শতাংশ
- ৯০ শতাংশ
- ৯৫ শতাংশ
16427. আমাদের দেশে কারা বেশি সন্তান জন্মদান করে?
- কৃষক
- শ্রমিক
- দরিদ্র লোক
- উপজাতি
16428. আমাদের দেশের মেয়েদের বাল্যবিবাহের প্রধান কারণ –
- ধর্মীয় কর্তব্যবোধের তাড়না
- অশিক্ষা
- একাধিক সন্তান হওয়া
- কুসংস্কার
16429. ঢাকার বুড়িগঙ্গা নদীকে মৃত বলা যায় –
- জৈবিক দৃষ্টিকোণ থেকে
- প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে
- সামাজিক দৃষ্টিকোণ থেকে
- গঠনমূলক দৃষ্টিকোণ থেকে
16430. দরিদ্র্য জনগোষ্ঠী যে ক্যালরি গ্রহণ করে তার মধ্যে শস্য হতে কত শতাংশ ক্যালরি আসে?
- ৬০ শতাংশ
- ৭০ শতাংশ
- ৮০ শতাংশ
- ৯০ শতাংশ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নাগরিক-সমস্যা-ও-আমাদের-করণীয় - এসএসসি-পৌরনীতি-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1643"