বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1639
16381. পৌর এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কে?
- উপজেলা চেয়ারম্যান
- জেলা নির্বাহী কর্মকর্তা
- মেয়র
- জেলা প্রশাসক
16382. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ কোনটি?
- মন্ত্রিপরিষদ
- ইউনিয়ন পরিষদ
- শ্রমিক ইউনিয়ন
- সংবাদ সংস্থা
16383. কাদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থ চিহ্নিত করা সম্ভব?
- কেন্দ্রীয় প্রশাসকের
- স্থানীয় প্রশাসকদের
- জাতীয় সরকারের
- তত্ত্বাবধায়ক সরকারের
16384. কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে কেন?
- জেলা শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য
- রাষ্ট্রের শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য
- সার্কের শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য
- উপরের সবই ঠিক
16385. “স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকান্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং এ বিষয়ে নাগরিকদের সচেতন করে।” – উক্তিটি কে করেছেন?
- এরিস্টটল
- জন স্টুয়ার্ট মিল
- রুশো
- ম্যাকিয়াভেলী
16386. বাংলাদেশের কোন অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে?
- চট্টগ্রামে
- পার্বত্য চট্টগ্রামে
- দক্ষিণ-পূর্ব অঞ্চলে
- উত্তর-পশ্চিম অহ্চলে
16387. বাংলাদেশে সিটি কর্পোরেশন গড়ে উঠেছে –
- প্রধান শহরকে কেন্দ্র করে
- উপ-শহরকে কেন্দ্র করে
- জেলা শহরকে কেন্দ্র করে
- বিভাগীয় শহরকে কেন্দ্র করে
16388. জেলা পরিষদে সংরক্ষিত কত জন মহিলা সদস্য রয়েছে?
- ৩ জন
- ৪ জন
- ৫ জন
- ৬ জন
16389. বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?
- ৮টি
- ৯টি
- ১০টি
- ১১টি
16390. স্থানীয় পর্যায়ে উন্নয়নের মূল চাবিকাঠি কোনটি?
- স্থানীয় সরকার
- সমবায় সমিতি
- চেয়ারম্যান
- উপজেলা পরিষদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1639"