গণতন্ত্রে-রাজনৈতিক-দল-ও-নির্বাচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1627
16261. কোনটির সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম?
- স্বৈরতন্ত্রের
- সমাজতন্ত্রের
- রাজতন্ত্রের
- গণতন্ত্রের
16262. সরকারের কোনো ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ কী?
- হরতাল ডাকা
- বিশৃঙ্খলা করা
- গঠনমূলক সমালোচনা করা
- সরকারকে পদত্যাগে বাধ্য করা
16263. জেনারেল জিয়াউর রহমান কখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন?
- ১ সেপ্টেম্বর ১৯৭৮ সাল
- ১ নভেম্বর ১৯৭৯ সাল
- ১ ফেব্রুয়ারি ১৯৮০ সাল
- ১ ডিসেম্বর ১৯৮১ সাল
16264. প্রত্যেক রাজনৈতিক দলের রয়েছে –
- আদর্শ 2. সুনির্দিষ্ট কর্মসূচি 3. সংঘবদ্ধ জনসমষ্টি
A,B,C
16265. সামাজিক প্রগতি তথা অর্থনৈতিক মুক্তি কোন দলের আদর্শ হিসেবে লক্ষ করা যায়?
- জাতীয় পার্টি
- বাংলাদেশ জামায়াতে ইসলামি
- আওয়ামী লীগ
- জাতীয় সমাজতান্ত্রিক দল
16266. বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল যেটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। দলটির নাম কী?
- জাতীয় পার্টি
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল
- বাংলাদেশ আওয়ামী লীগ
- জাতীয় সমাজতান্ত্রিক দল
16267. কোনটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল?
- জাতীয় পার্টি
- বাংলাদেশ জামায়াতে ইসলামি
- বিএনপি
- জাসদ
16268. রাকিব এমন একটি সংগঠনের সদস্য যাদের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাকিবদের সংগঠনটি কী নামে পরিচিত?
- সাংস্কৃতিক দল
- রাজনৈতিক দল
- সমবায় সমিতি
- ছাত্র সংগঠন
16269. প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্বের জন্য প্রত্যেক রাজনৈতিক দলের রয়েছে –
- কেন্দ্রীয় পর্যায়ে কমিটি
- স্থানীয় পর্যায়ে কমিটি
- আন্তর্জাতিক পর্যায়ে কমিটি
A,B
16270. বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান রয়েছে?
- একদলীয়
- দ্বিদলীয়
- তিন দলীয়
- বহুদলীয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গণতন্ত্রে-রাজনৈতিক-দল-ও-নির্বাচন - এসএসসি-পৌরনীতি-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1627"