গণতন্ত্রে-রাজনৈতিক-দল-ও-নির্বাচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1625
16241. কত সালে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আত্মপ্রকাশ করে?
- ১৯৮০ সালে
- ১৯৮১ সালে
- ১৯৮২ সালে
- ১৯৮৩ সালে
16242. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
- পাকিস্তান মুসলিম লীগ
- বাংলাদেশ আওয়ামী লীগ
- জামায়াতে ইসলামি বাংলাদেশ
- পাকিস্তান পিপলস পার্টি
16243. ‘ক’ জনগোষ্ঠী একটি আদর্শ ও বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। ‘ক’ জনগোষ্ঠীর সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
- রাজনৈতিক দল
- সাংস্কৃতিক দল
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
- সমবায় সমিতি
16244. কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই?
- ভারত
- আমেরিকা
- কেনিয়া
- সৌদি আরব
16245. কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত কোনটির বিস্তৃতি লক্ষ করা যায়?
- দলের শাখার
- সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের
- নির্বাচন কমিশনের
- কেন্দ্রীয় নেতৃত্ব
16246. সব রাজনৈতিক দলের মধ্যে কী পরিলক্ষিত হয়?
- ক্ষমতার লোভ
- প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব
- সহিংস মনোভাব
- পারস্পরিক শ্রদ্ধাবোধ
16247. জনগণকে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন?
- রাজনৈতিক শিক্ষা
- প্রশাসনিক দক্ষতা
- সরকারের সমালোচনা
- সামাজিক ঐক্য
16248. বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃত কে ছিলেন?
- কমরেড আসাদুজ্জামান
- কমরেড ভানু সিং
- কমরেড মনি সিং
- কমরেড মুজাফফর আহমেদ
16249. ইসলামি মূল্যবোধে বিশ্বাস ও মুক্তবাজার অর্থনীতি কোন দলের মূলনীতিতে লক্ষ করা যায়?
- বাংলাদেশ জামায়াতে ইসলামি
- বাংলাদেশ আওয়ামী লীগ
- জাতীয় পার্টি
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল
16250. উগান্ডা কোন মহাদেশে অবস্থিত?
- এশিয়া
- আফ্রিকা
- ইউরোপ
- আমেরিকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গণতন্ত্রে-রাজনৈতিক-দল-ও-নির্বাচন - এসএসসি-পৌরনীতি-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1625"