বাংলাদেশের-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1618
16171. বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার তৃণমূল পর্যায়ে রয়েছে কোনটি?
- বিভাগীয় প্রশাসন
- জেলা প্রশাসন
- উপজেলা প্রশাসন
- ইউনিয়ন পরিষদ প্রশাসন
16172. গণতন্ত্রের ভিত্তি কী?
- জনমত ও সাধারণ নির্বাচন
- জনমত ও সরকার
- জনগণ ও জনমত
- প্রজাতান্ত্রিক
16173. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ করেন?
- উপমন্ত্রীদের নিয়োগ দান
- মহাহিসাবরক্ষককে নিয়োগ দান
- রাষ্ট্রের দীর্ঘস্থানীয় কর্মকর্তাদের নিয়োদ দেন
- সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ দান
16174. কার নেতৃত্বে জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হয়?
- রাষ্ট্রপতির
- প্রধানমন্ত্রীর
- স্পিকারের
- আইনমন্ত্রীর
16175. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে?
- একনায়কতান্ত্রিক
- যুক্তরাষ্ট্রীয়
- সংসদীয়
- রাষ্ট্রপতি শাসিত
16176. বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি কে?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধান বিচারপতি
- আইনমন্ত্রী
16177. বাংলাদেশের বার্ষিক আয়-ব্যয়ের (বাজেট) প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- অর্থমন্ত্রী
- স্পিকার
16178. মন্ত্রিপরিষদের প্রধান কে?
- রাষ্ট্রপতি
- স্বরাষ্ট্রমন্ত্রী
- স্পিকার
- প্রধানমন্ত্রী
16179. লাইসেন্স প্রদান সরকারের কোন বিভাগের কাজ?
- আইন বিভাগ
- শাসন বিভাগ
- বিচার বিভাগ
- পররাষ্ট্র বিভাগ
16180. জেলা জজ মামলা পরিচালনা করে থাকে –
- জরিমানা সংক্রান্ত মামলা 2. ঋণচুক্তি মামলা 3. ফৌজদারি মামলা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1618"