সংবিধান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1612
16111. সংবিধান | কোন রাজা ম্যাগনাকার্টা সনদ দান করেন?
- রাজা জন
- রাজা টোডরমহল
- রাজা জর্জ টুপাউ
- রাজা পঞ্চম হেরাল্ড
16112. সংবিধানে পঞ্চদশতম সংশোধনী কত সালে আনয়ন করা হয়?
- ১৯৯১ সালে
- ১৯৯৬ সালে
- ২০০৪ সালে
- ২০১১ সালে
16113. সংবিধান অনুযায়ী বাংলাদেশে সকল ক্ষমতার মালিক কে?
- সরকার
- মন্ত্রিসভা
- রাষ্ট্রপতি
- জনগণ
16114. তেরেসা ও তার দেশের জনগণ একনায়কের বিরুদ্ধে আন্দোলন করে সংবিধান প্রণয়ন করেন। তাদের এ সংবিধান প্রতিষ্ঠিত হয় –
- বিবর্তনের দ্বারা
- আলাপ-আলোচনার দ্বারা
- অনুমোদন দ্বারা
- বিপ্লবের দ্বারা
16115. বাংলাদেশের সংবিধানে কত সালে প্রথম সংশোধনী আনা হয়?
- ১৯৭২ সালে
- ১৯৭৩ সালে
- ১৯৭৪ সালে
- ১৯৭৫ সালে
16116. বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কোন পদ্ধতিতে হয়েছে?
- ক্রমবিবর্তনের দ্বারা
- বিপ্লবের দ্বারা
- আলাপ-আলোচনার দ্বারা
- অনুমোদনের দ্বারা
16117. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
- জন লক
- জ্যাঁ জ্যাক রুশো
- এরিস্টটল
- টি. এইচ. গ্রিন
16118. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
- ৪ বছর
- ৫ বছর
- ৬ বছর
- ৭ বছর
16119. আ: মান্নান স্যার পৌরনীতির ক্লাসে ছাত্রছাত্রীদের সংবিধানের গুণ ও ত্রুটি বর্ণনা করতে গিয়ে বলেন, কিছু আছে অস্পষ্ট, অস্থায়ী এবং অনিশ্চিত। – তার বর্ণনাতে তিনি কোন সংবিধানের ত্রুটি ব্যক্ত করেছেন?
- লিখিত সংবিধানের
- অলিখিত সংবিধানের
- উত্তম সংবিধানের
- দুষ্পরিবর্তনীয় সংবিধানের
16120. লিটন বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। লিটনকে তাহলে কোনটি অধ্যয়ন করতে হবে?
- সাহিত্য
- ধর্মগ্রন্থ
- দর্শনশাস্ত্র
- সংবিধান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সংবিধান - এসএসসি পৌরনীতি - মডেল টেস্ট - 1612"