রাষ্ট্র-ও-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1604
16031. রাষ্ট্র গঠনের কয়টি উপাদান রয়েছে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
16032. কোন শাসনব্যবস্থা ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে উৎসর্গ করে?
- গণতান্ত্রিক শাসনব্যবস্থা
- একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা
- সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা
- পুঁজিবাদী শাসনব্যবস্থা
16033. কোনটি গণতন্ত্রর প্রাণ?
- সরকার
- জনগণ
- নির্বাচন
- আইন
16034. বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা কোনটি?
- সমাজতন্ত্র
- একনায়কতন্ত্র
- রাজন্ত্র
- গণতন্ত্র
16035. কোন সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম থাকে?
- যুক্তরাষ্ট্রীয় সরকার
- এককেন্দ্রিক সরকার
- রাজতন্ত্রে
- সংসদীয় সরকার
16036. এককেন্দ্রিক সরকারব্যবস্থায় অঞ্চলগুলোর বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে-
- ভাষাগত বিভিন্নতার কারণে
- সংস্কৃতিগত বিভিন্নতার কারণে
- কৃষ্টিগত বিভিন্নতার কারণে
A,B,C
16037. সালমানের দেশে একটি রাজনৈতিক দল আছে। এতে বোঝা যায়-
- বিরোধীদের মত প্রচারের সুযোগ নেই
- নির্বাচন অনুষ্ঠিত হয় না
- রাজনীতি অনুপস্থিত
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "রাষ্ট্র-ও-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1604"