স্বাধীনতা-ও-সাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1598
15971. ভারতের সাথে বাংলাদেশের গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি কোন আইনের আওতায় পড়ে?
15972. ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলে আইনের অধীন’ – এটি নিচের কোনটির অর্থ?
- সাম্য
- স্বাধীনতা
- আইনের শাসন
- ন্যায়বিচার
15973. মাহাবুব লেখাপড়া করতে আমেরিকা যায়। এক্ষেত্রে আমেরিকা মাহাবুবের সাথে কোন আইনের মাধ্যমে আচরণ করবে?
15974. আদালতে কোনো মামলার আইন বিদ্যমান না থাকলে বিচারকগণ তা সমাধানের জন্য কীভাবে বিচারকাজ সম্পাদন করেন?
15975. সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুনকে কী বলে?
- স্বাধীনতা
- সাম্য
- আইন
- সংবিধান
15976. আইনের শাসন অনুপস্থিত থাকলে, থাকে না –
- স্বাধীনতা ও সাম্য
- গণতন্ত্র ও সরকার
- সামাজিক মূল্যবোধ ও গণতন্ত্র
A,C
15977. ব্যক্তির সঙ্গে সার্বভৌম কর্তৃপক্ষের সম্পর্ক রক্ষার জন্য যে আইন তৈরি ও বাস্তবায়ন করা হয় তা হলো –
B,C
15978. কোন আইনের মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়ে থাকে?
15979. মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকান্ড নিয়ন্ত্রণ করে কোনটি?
- আইন
- স্বাধীনতা
- সাম্য
- সরকার
15980. বাংলাদেশ ভারতের সাথে কেমন আচরণ করবে তা নির্ধারিত হয় কোন আইনের মাধ্যমে?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্বাধীনতা-ও-সাম্য - এসএসসি-পৌরনীতি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1598"